রাউজানে উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে দুর্গাপূজার সমাপ্তি

9

রাউজান প্রতিনিধি

দেবীর আরাধনা, সিঁদুর খেলা, বিজয়া শোভাযাত্রা, নাচ গান আর প্রতিমা বিসর্জনের মধ্যে দিয়ে শেষ হলো সানতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা। গতকাল ৫ অক্টোবর বিজয়া দশমীতে অর্থাৎ শেষ দিনের আনুষ্ঠানিকতার শুরু থেকেই রাউজানের মÐপে মÐপে ছিল ভক্তদের ভিড়। বিকাল ৫টা ৩০ মিনিটে চট্টগ্রাম রাঙ্গামাটি মহাসড়কের অপরাজিতা সেবাশ্রম, চট্টগ্রাম কাপ্তাই মহা সড়কের গঙ্গা মন্দির পয়েন্টে পূজামন্ডপের প্রতিমা বিসর্জনের মধ্যদিয়ে এই কর্মসূচী শুরু হয়।
এরপর পর্যায়ক্রমে অন্যান্য মন্ডপের প্রতিমাও বিসর্জন করা হয়। তবে বিভিন্ন মন্দিরের পুকুরেও প্রতিমা বিসর্জন দেওয়া হয়েছে। সুষ্ঠু ও উৎসব মুখর পরিবেশে চলে প্রতিমা বিসর্জন। প্রতিমার বিসর্জনের আগে বিকেলে মÐপে চলে নারীদের সিঁদুর খেলা আর আনন্দ-উৎসব। মÐপের পাশাপাশি, প্রতিমা বিসর্জনস্থল ও বিসর্জন স্থলে নেওয়ার পথকে ঘিরে নেওয়া হয় কঠোর নিরাপত্তা ব্যবস্থা।
এদিকে প্রতিমা বিসর্জন উপলক্ষে অপরাজিতা আশ্রমে এক বিজয়া সম্মেলনে প্রধান অতিথি ছিলেন রেলপথ মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী এমপি। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান একেএম এহেছানুল হায়দার চৌধুরী বাবুল, উপজেলা আ. লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আবদুল ওহাব, পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ, উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুস সামাদ শিকদার, উপজেলা সহকারী ভূমি কর্মকর্তা রিদুয়ানুল ইসলাম, ওসি আবদুল্লাহ আল হারুন। সংগঠনের সভাপতি, ইউপি চেয়ারম্যান প্রিয়তোষ চৌধুরীর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক সুমন দে’র সঞ্চালনায় অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সি. সহ সভাপতি আনোয়ারুল ইসলাম, শ্যামল কুমার পালিত, প্যানেল মেয়র বশির উদ্দিন খান, ২য় প্যানেল মেয়র এডভোকেট সমীর দাশগুপ্ত, সাবেক চেয়ারম্যান শাহ আলম চৌধুরী, কাউন্সিলর জানে আলম জনি, এডভোকেট দীলিপ কুমার চৌধুরী, আলমগীর আলী, জসিম উদ্দিন চৌধুরী, ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম, আবদুর রহমান চৌধুরী, বিএম জসিম উদ্দিন হিরু, রবীন্দ্র লাল চৌধুরী, শওকত হাসান, আজাদ হোসেন, রুনু ভট্টাচার্য্য, আবদুল লতিফ, তপন দে, উজ্জ্বল দাশগুপ্ত, অশোক পালিত, টিপু কান্তি দে, উজ্জ্বল কান্তি দাশ, অনুপ চক্রবর্তী, ভানু দে প্রমুখ। উল্লেখ্য রাউজানে এবার দেশের মধ্যে উপজেলা পর্যায়ে সর্বোচ্চ ২৪৭টি মন্ডপে দুর্গাপুজা অনুষ্ঠিত হয়েছে।