রাউজানে উদ্বোধনের উপেক্ষায় প্রধানমন্ত্রীর উপহার ৪শ ৮৮ ঘর

26

মুজিব শতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার ভূমিহীন গৃহহীন পরিবারকে পুনর্বাসন প্রকল্পের আওতায় প্রধান মন্ত্রীর কার্যালয়ের তদারকীতে রাউজানের সাংসদ ফজলে করিম চৌধুরীর পরামর্শে ও নির্দেশনায় রাউজান উপজেলা নির্বাহী অফিসার জোনায়েদ কবির সোহাগ, উপজেলা সহকারী কমিশনার ভূমি অতিশ দর্শী চাকমা ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার নিয়াজ মোরশেদের সার্বিক তত্ববধানে প্রথম ধাপে ২শ ৪০টি সেমি পাকা ঘর নির্মাণ কাজ শেষ হয়। ২য় ধাপে আরো ২শ ৪৮টি গৃহনির্মাণের কাজ চলছে। রাউজানের হলদিয়া ইউনিয়নের এয়াসিন নগর, ডাবুয়া ইউনিয়নের ডাবুয়া আরব নগর, বটতইল্যা টিলা, রাউজান পৌরসভার পশ্চিম রাউজান, পুর্ব রাউজান, ৭নং রাউজান ইউনিয়নের পুর্ব রাউজান, কদলপুর ইউনিয়নের শমসের পাড়া, জয়নগর বড়ুয়া পাড়া, পাহাড়তলী ইউনিয়নের উনসত্তর পাড়া এলাকায় সরকারী খাসঁ জমিতে ভূমিহীন পরিবাদের পুনর্বাসন করার জন্য টিনের চালা দিয়ে সেমি পাকা ঘর নির্মান করছে রাউজান উপজেলা প্রশাসন। যেসব এলাকায় সরকারী খাস জমিতে গৃহনির্মাণ করা হচ্ছে এসব এলাকায় ভূমিহীন পরিবারের যাতায়াতের সুযোগ থাকে সড়ক এর পাশে নির্মাণ করা হচ্ছে গৃহ। ভূমিহীন পরিবারের জন্য নির্মাণ কারা গৃহের মধ্যে বসবাসকারী দশটি পরিবারের জন্য বাসানো হয়েছে গভীর নলকূপ। ভূমিহীন পরিবারের জন্য নির্মাণ করা গৃহে বিদ্যুৎ লাইনের সংযোগ দেওয়ার জন্য নির্মাণ করা হয়েছে বিদ্যুৎ লাইন। প্রথম ধাপ ও ২য় ধাপে নির্মাণ করা ৪শ ৮৮টি গৃহ আগামী ২০ জুন ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান মন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করবেন বলে জানান রাউজান উপজেলা নির্বাহী অফিসার জোনায়েদ কবির সোহাগ। রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগ আরো বলেন, ৪শ ৮৮টি ঘর নির্মাণ করা ছাড়া ও রাউজানে আরো ৬শ ভূমিহীন পরিবারকে পুনর্বাসনের জন্য গৃহনির্মাণ করার জন্য জমির স্থান নির্ধারণ করার কাজ চলছে। ভূমিহীন পরিবারের জন্য নির্মাণ করা গৃহ উদ্বোধনের পূর্বে যে সব ভূমিহীন পরিবারকে নতুন ঘরে পুনর্বাসন করা হবে তাদের নামে জমির কবুলিয়ত রেজিস্ট্রার করার কাজ চলছে দ্রুত গতিতে।