রাউজানে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে র‌্যালি

39

জননেত্রী শেখ হাসিনার আস্তাভাজন এবিএম ফজলে করিম চৌধুরী এমপি’র নেতৃত্বে রাউজান উপজেলা আওয়ামী লীগ ঐক্যবদ্ধ আছে থাকবে। কিন্তু সম্প্রতি মুনিরীয়ার নামে রাউজান বিতারিত রাজাকার ও জঙ্গী সংগঠন মুনিরীয়ার যুয তবলীগ আজ রাউজানকে জঙ্গীবাদে পরিনত করতে যেই ষড়যন্ত্র করছে, তা রাউজানে বঙ্গবন্ধুর একজন সৈনিক ও সচেনত ব্যক্তিরা করতে দেবে না।
গতকাল রবিবার রাউজানে আওয়ামী লীগের ৭০তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। এ উপলক্ষে চট্টগ্রাম রাঙ্গামাটি মহাসড়কে এক বিশাল র‌্যালি ও উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি কামাল উদ্দিন আহমেদ। উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ বশির উদ্দিন খানের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের সভাপতি জমির উদ্দিন পারভেজ। বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আনোয়ারুল ইসলাম, ডা. স্বপন বড়–য়া, উত্তর জেলা আওয়ামী লীগে নির্বাহী সদস্য কাজী মো. ইকবাল, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ভূপেশ বড়–য়া, সাংগঠনিক সম্পাদক আলমগীর আলী, জাফর আহমেদ, উপজেলা ভাইস চেয়ারম্যান নুর মোহাম্মদ, রাউজান মহিলা আওয়ামী লীগের সভানেত্রী ফৌজিয়া খানম মিনা, জসিম উদ্দিন চৌধুরী, ইরফান আহমেদ চৌধুরী, সাইফুল ইসলাম চৌধুরী রানা, জানে আলম জনি, রাউজান পৌরসভা আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম চৌধুরী, সহ সভাপতি নঈম উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম চৌধুরী শাহাজান, ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম, আব্বাস উদ্দিন আহমেদ, বিএম জসিম উদ্দিন হিরু, সরোয়ার্দী সিকদার, আবদুর রহমান চৌধুরী, লায়ন সাহাবুদ্দিন আরিফ, সুকুমার বড়–য়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান কমল চক্রবর্ত্তী, প্যানেল চেয়ারম্যান বাবুল মিয়া, আলহাজ নুরুল আমিন চৌধুরী, সাইফুদ্দিন চৌধুরী সাবু, উপজেলা যুবলীগের সহ সম্পাদক আজিজ উদ্দিন ইমু, এসএম বাবর, মাহাবুবুল আলম, আবদুল লতিপ, মুছা আলম খান চৌধুরী, আবদুল্লাহ আল মাসুদ, রাউজান পৌরসভা যুবলীগের সভাপতি হাসান মো.রাসেল, সহ সভাপতি আবদুল্লাহ আল মামুন, সাধারণ সম্পাদক জিয়াউল হক রোকন, যুগ্ম সাধারণ সম্পাদক আবু সালেক, পৌরসভা ছাত্রলীগের সভাপতি অনুপ চক্রবর্ত্তী, সাধারণ সম্পাদক মো.আসিফ। এ সময় পৌরসভা ও ইউনিয়ন আওয়ামী লীগ নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন।