রাউজানে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের গাউসিয়া কমিটির সহায়তা প্রদান

2

রাউজান প্রতিনিধি

রাউজানে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাড়িয়েছে গাউসিয়া কমিটি মানবিক টিম। গত ২৮ জানুয়ারি পশ্চিম কদলপুর ২নং ওয়ার্ডস্থ আবছার ম্যানাজারের বাড়িতে ভয়াবহ অগ্নিকান্ডে তোফায়েল আহম্মদ, মুহরম আলী,হামিম উদ্দিন ও মো. ইফসুফের বসতঘর পুড়ে যায়। গত ২৯ জানুয়ারি গাউসিয়া কমিটি কদলপুর ইউনিয়ন শাখার মানবিক টিমের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থিক সহযোগিতা প্রদান করা হয়। গাউসিয়া কমিটি রাউজান উপজেলা (উত্তর) ও কদলপুর ইউনিয়ন শাখার সভাপতি অধ্যক্ষ আল্লামা ইলিয়াছ নূরী ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে এ অর্থ তুলে দেন। এ সময় আরো উপস্থিত ছিলেন কদলপুর ২নং ওয়ার্ডের নব নির্বাচিত ইউপি সদস্য শওকত উদ্দিন চৌধুরী, কদলপুর ইউনিয়ন গাউসিয়া কমিটির সাধারণ সম্পাদক মাওলানা কাজী খোরশেদ আলম, সহ সাধারণ সম্পাদক আব্দুল জলিল, কদলপুর ইউনিয়ন মানবিক টিমের সমন্বয়ক রবিউল হোসাইন সুমন, মো. এহসান উদ্দিন, মাওলানা হামিদুল ইসলাম প্রমুখ।
উল্লেখ্য, ২০২০ সালে করোনা মহামারীর প্রারম্ভ থেকে গাউসিয়া কমিটি বাংলাদেশ কদলপুর ইউনিয়ন মানবিক টিম দাফন, কাফন, এম্বুলেন্স ও অক্সিজেন সেবা দিয়ে আসছে। ইতোমধ্যে ১৭ জন করোনা রোগী কাফন দাফন, ১৮ জনকে ফ্রি অক্সিজেন সেবা, হিন্দু সহ ৯টি গরিব অসহায় পরিবারের মেয়ের বিয়েতে আর্থিক সহযোগীতা, মেধাবী শিক্ষার্থীদের একাডেমিক বই বিতরণ, শারীরিক প্রতিবন্ধী ৩ জনকে হুইল চেয়ার বিতরণ ও ২১ জন গরিব শিশুকে বিনামূল্যে সুন্নাতে খৎনা করিয়েছে কদলপুর মানবিক টিম।