রাউজানের ৪ গুণীজনকে সংবর্ধনা প্রদানের উদ্যোগ

20

রাউজানের চার গুণীজনকে সংবর্ধনা দিবে কদলপুর স্কুল এন্ড কলেজ প্রাক্তন ছাত্র সমিতি। শুক্রবার সংগঠনের এক সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। চার গুণী ব্যক্তি হলেন-জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মোহাম্মাদ মুনীর চৌধুরী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মুহাম্মদ মোহসিন চৌধুরী, অগ্রণী ব্যাংক লিমিটেডের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (ডিএমডি) নিজাম উদ্দীন আহম্মেদ চৌধুরী ও চট্টগ্রাম সরকারি কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক মোজাহিদুল ইসলাম চৌধুরী। স্ব-স্ব কর্মস্থলে এ চার গুণী ব্যক্তি পদোন্নতি লাভ করেন।
কদলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ তছলিম উদ্দীন চৌধুরী’র সভাপতিত্বে সভায় অতিথি বক্তা ছিলেন সমিতির উপদেষ্টা সাংবাদিক মোহাম্মদ আলী, মাস্টার মো. জসীম উদ্দিন চৌধুরী, মো. মুজিবর রহমান, এস এম হান্নান উদ্দিন। প্রাক্তন ছাত্র সমিতির সভাপতি বিশ্বজিত ভট্টাচার্য্যরে পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সাধারণ সম্পাদক মো. ফরহাদুর রহমান চৌধুরী, মো. সেলিম উদ্দিন, মো. ওসমান চৌধুরী, মোহাম্মদ ইদ্রিচ, ছৈয়দ মোহাম্মদ মকছুদুল আলম, মুহাম্মদ আরমান চৌধুরী, মঈনুদ্দিন চৌধুরী, পংকজ ভট্টাচার্য্য, মো. আজগর আলী আরজু, মো. হাসান উদ্দীন চৌধুরী, মো. রাজা মিয়া সিকদার, মো. সাইফুল্লাহ আনছারী, মো. আজগর আলী চৌধুরী, মো. মহিউদ্দীন চৌধুরী, মো. নুরউদ্দীন, কাজী আহসানুল করিম আনাস, মো. একরাম হোসেন, জুয়েল ভট্টাচার্য্য, নিতাই বিশ্বাস, মো. সাইফুদ্দিন, আহম্মদ ছফা নাঈম, প্রণয় আচার্য্য, সমীর দাশ, তনয় আচার্য্য, অলক ভট্টাচার্য্য, রাজেশ ভট্টাচার্য্য প্রমুখ। সভায় সাংবাদিক মোহাম্মদ আলীকে আহ্বায়ক ও মো. সাইফুল্লাহ আনছারীকে সদস্য সচিব করে একটি সংবর্ধনা উপ-কমিটি গঠন করা হয়। বিজ্ঞপ্তি