রাউজানের প্রতিটি বিদ্যাপীঠে দৃষ্টিনন্দন ছাদবাগান হবে: ফজলে করিম এমপি

34

রাউজান প্রতিনিধি

রাউজানের সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরী এমপি বলেন রাউজানের প্রতিটি বিদ্যাপীঠে দৃষ্টি নন্দন চাদ বাগান গড়ে তুলতে হবে এতে শিক্ষার্থীরা বৃক্ষের নানা জাতের সাথে পরিচয়ের পাশাপাশি পরিবেশ রক্ষার সচেতন হবে। যার কারণে দেশ ও জাতি উপকৃত হবে। তিনি গতকাল শনিবার রাউজান সরকারি কলেজে দৃষ্টি নন্দন চাদ বাগান উদ্বোধন অনুষ্ঠানে এই সব কথা বলেন। রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুস সামাদ সিকদারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ, কলেজের অধ্যক্ষ সেলিম নেওয়াজ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মনিরুজ্জামান চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জানে আলম জনি, কলেজের শিক্ষক নুরুল আব্বাস, নুরুল আজিজ চৌধুরী, প্রদিপ কুমার বড়ুয়া, আরফন কান্তি ব্যানার্জি, অপণ্যা চৌধুরী, সৈয়দা কামরুন নাহার, শিমা চক্রবতী, টুম্পা দে, রবি চৌধুরী, মনি আকতার, সৈয়দা রেহেনা আফরোজ, সুজন চৌধুরী, মাহফুজ আলম, অভি জিৎ দে, লাইব্রেরীয়ান আক্কাস আলী, ক্রিয়া শিক্ষক মহিউদ্দিন সহ আরো অনেকেই।