রাউজানের পূর্ব গুজরায় বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প

12

রাউজান প্রতিনিধি

মা বাবার প্রতি সন্তানের যে ভালোবাসা, তা প্রকাশের সুযোগ হয়ে ওঠে না সিংহভাগ মানুষেরই। আর নানা নানীর প্রতিও নাতি-নাতনির ভালবাসা কোন অংশে কম নয়। আবার যে কোনো ধরনের আবদার না চাইতেই পূরণ করেন নানা-নানীরা। কিন্তু নানা নানী পরপারের যাত্রী হওয়ায় নাতির আবদার রক্ষা ও ভালবাসা না পেয়েও নানা নানীর প্রতি যে নাতির যে অকৃতিম ভালবাসা এরই প্রকৃষ্ট উদাহারণ রাউজানের বিশেষজ্ঞ চিকিৎসক ডা. মোহাম্মদ হারুন আল রশীদ। ১৩ জানুয়ারি, শুক্রবার ইব্রাহীম ডায়াবেসি সেন্টার এন্ড ফ্যামিলি হেলথ কেয়ারের ব্যবস্থাপনায় নানা বাড়ি বড়ঠাকুর পাড়ায় মায়ের অঙ্গীকার রক্ষায় ফ্রি চিকিৎসা সেবা কর্মসূচি হাতে নেন চিকিৎসক দম্পতি ডা.হারুন আল রশীদ ও ডা. জেসমিন মুছা রশীদ। এতে প্রধান অতিথি থেকে কর্মসূচির উদ্বোধন করেন রাউজান উপজেলা ইউপি চেয়ারম্যান সমিতির সভাপতি ও পূর্ব গুজরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্বাস উদ্দিন আহমেদ। বিশেষ অতিথি ছিলেন রাউজান প্রেস ক্লাবের সাবেক সভাপতি জাহেদুল আলম, বড়ঠাকুর পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি সাংবাদিক তৈয়ব চৌধুরী, মো.খালেদ মেম্বার, ব্যবসায়ি মোহাম্মদ রফিক, রাউজান প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এস.এম ইউসুফ উদ্দিন, বর্তমান সাধারণ সম্পাদক গাজী জয়নাল আবেদীন, ইউনিয়ন যুবলীগের সভাপতি বেলাল উদ্দিন, যুবলীগ নেতা রায়হান উদ্দিন, প্রবাসি মোহাম্মদ সেলিম, প্রবাসি মো. লোকমান, প্রবাসি মো.কাশেম, সমাজ সেবক মো. সাবের, সরওয়ার আলম। উদ্বোধনী দিনে প্রায় দেড় শতাধিক রোগি বিনা মূল্যে চিকিৎসা সেবা গ্রহণ করছেন।