রাউজানের পাহাড়তলীতে সমাবেশ

41

মুনিরীয়ার সভাপতি মুনির উল্লাহকে গ্রেপ্তার ও মুনিরীয়ার কার্যক্রম নিষিদ্ধ এবং অধ্যক্ষ পদ থেকে অপসারণ এখন সময়ে দাবি। অন্যথায় কাগতিয়া পর্যন্ত লংমার্চ করবে ইসলামী ছাত্রসেনা। তাই অভিলম্বে তাকে গ্রেপ্তার ও অধ্যক্ষ পদ থেকে বহিস্কার করতে সরকারের নিকট জোর দাবি জানান। গত শুক্রবার উপজেলার পাহাড়তলীতে ইসলামী ছাত্রসেনা দক্ষিণের উদ্যোগে সমাবেশে বক্তারা এসব কথা বলেন। এতে বক্তারা আরো বলেন তিনি নিজে মোর্শেদে আজম, পিতাকে গাউছূল আজম, খলিফায়ে রাসুল, আওলাদে রাসুল ও সৈয়দ লিখে জনগণের সাথে প্রতারণা করেছে।
এতে মুনির উল্লাহর ভন্ডামী আজ সকলে জেনে গেছে। তাকে আর রেহাই দিবে না জনগন। উপজেলার পাহাড়তলীতে প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন অধ্যক্ষ ইলিয়ছ নুরী। দক্ষিণ রাউজান ছাত্রসেনার সাবেক সভাপতি আবদুল্লাহ আল রোমানের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন আহলে সুন্নাত ওয়াল জামাতের সদস্য সচিব এডভোকেট মোসাহেব উদ্দিন বখতেয়ার। উদ্বোধক গাউসিয়া কমিটির কেন্দ্রীয় সভাপতি পেয়ার মোহাম্মদ। প্রধান বক্তা গাজী আবুল কালাম বয়ানী। অন্যদিকে রাউজান পৌর কাউন্সিলর কাজী মুহাম্মদ ইকবালের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন আহলে সুন্নত ওয়াল জামাতের সদস্য সচিব অ্যাডভোকেট মোছাহাব উদ্দিন বখতেয়ার। প্রধান বক্তা ছিলেন রাঙ্গুনীয়া আল আমিন ফাযিল মাদরাসার আরবী প্রভাষক মাওলানা গাজী আবুল কালাম বয়ানী (মা.জি.আ)। মাওলানা মুহাম্মদ এরশাদ খন্দকারের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন রাউজান উপজেলা যুবলীগের সভাপতি জমির উদ্দিন পারভেজ, অধ্যক্ষ আল্লামা ইব্রাহিম নঈমী, মাওলানা ইব্রাহিম হানফি, মাওলানা ইলিয়াছ নুরী, মাওানা এনাম রেজা, মাওলানা ইয়াছিন হোসাইন হায়দরি, আহসান হাবীব চৌধুরী হাসান, কাউন্সিলর জানে আলম জনি। এসময় উপস্থিত ছিলেন রাউজান উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি আনোয়ারুল ইসলাম, রাউজান পৌরসভার প্যানেল মেয়র বশির উদ্দিন খান, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আলমগীর আলী, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ইরফান আহমেদ চৌধুরী, রাউজান পৌরসভা আওয়ামীলীগের সভাপতি নজরুল ইসলাম চৌধুরী, রাউজন সদর ইউপি চেয়ারম্যান বিএম জসিম উদ্দিন হিরু, রাউজান ছালামত উল্লাহ উচ্চ বিদ্যালয়েল সভাপতি সাইফুল ইসলাম চৌধুরী রানা, জসিম উদ্দিন চৌধুরী, আবু সালেক, আবদুল্লাহ আল মাসুদ, ইয়াছিন চৌধুরী, কাজী মো.রাশেদ, সাহেদুর রহমান, কে.এম মোজাম্মেল, মাওলানা আমিনুল ইসলাম, রাউজান উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল্লাহ আল মাসুদ, উপজেলা ছাত্রলীগের সভাপতি জিল্লুর রহমান মাসুদ, সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন চৌধুরী পিবলু, আরমান সিকদার , মো.আসিফ, সালাউদ্দিন খানা মাসুদ, মুছা খান চৌধুরী, সিরাজুল মুনির শাওন, রায়হান উদ্দিন রানা প্রমূখ। সমাবেশ শেষে মুনিরীয়ার সভাপতি মুনির উল্লাহর কুশপুত্তলিকা দাহ করা হয়। তবে সমাবেশে মানুষের উপস্থিতি ছিল বেশ লক্ষনীয়। আজ দক্ষিণ রাউজানের পাহাড়তলীতেও ইসলামী ছাত্রসেনার উদ্যোগে এক প্রতিবাদ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হবে। রাউজান প্রতিনিধি