রাউজানকে এগিয়ে নিতে প্রচেষ্টা অব্যাহত থাকবে : ফজলে করিম

25

রাউজান প্রতিনিধি

রেলপথ মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী এমপি বলেছেন, রাউজানকে এগিয়ে নিতে আমার প্রচেষ্টা অব্যাহত থাকবে। সকল ধর্মের কেন্দ্রীয় ধর্মীয় উপাসনালয়ও গড়ে তুলতে চাই রাউজানে। বৌদ্ধ বিহার গড়তে ইতিমধ্যে ৫০ লক্ষ টাকা অনুদান দেওয়া হয়েছে। খুব শীঘ্রই এর কাজ শুরু হবে।
তিনি গতকাল ১২ ফেব্রুয়ারি, রবিবার বিকেলে পশ্চিম বিনাজুরীতে ১১দিনব্যাপী পবিত্র পরিবাসব্রত, ব্যুহচক্র মেলা ও দিবারাত্রি অভিধর্ম পটঠান পাঠ এবং ধর্মদূত তদন্ত তিলোকাংবংশ মহাস্থবির গৃহীজীবনের পিতা চিরঞ্জন বড়ুয়ার বর্তমান ভদন্ত ধর্মরক্ষিত স্থবিরের মহাস্থবির বরণোৎসব উপলক্ষে ধর্মীয় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
উদ্বোধক ছিলেন তিলোকাবংশ মহাথের। শ্যামনানন্দ মহাথেরোর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন ইউপি সদস্য সার্জেন্ট (অব.) রণজিত বড়ুয়া। প্রধান শিক্ষক রিটন বড়ুয়ার সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন থানার ওসি আবদুল্লাহ আল হারুন, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি কামরুল ইসলাম বাহাদুর, পৌরসভার প্যানেল মেয়র বশির উদ্দিন খান, উপজেলা কৃষক লীগের সভাপতি আলমগীর আলী, ইউপি চেয়ারম্যান রবীন্দ্র লাল চৌধুরী, আওয়ামী লীগ নেতা অংশুমান বড়ুয়া, যুবলীগ নেতা সুমন দে, প্যানেল চেয়ারম্যান কামরুল ইসলাম বাচ্চু, পল্টন দেব, বসুমিত্র বড়ুয়া, মানিক মহাজন, আনন্দ মোহন বড়ুয়া, সুশেন বড়ুয়া প্রমুখ।