রাউজানকে আধুনিক শহর হিসেবে গড়ে তুলতে চাই : ফজলে করিম এমপি

30

রাউজান প্রতিনিধি

রাউজানের কদলপুরের ও পাহাড়তলী ইউনিয়নে গত বৃহস্পতিবার চার অনুষ্ঠানে যোগ দিলেন সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরী এমপি। রাউজানের কদলপুর ইউনিয়নে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ১০ শয্যা বিশিষ্ট হাসপাতালের উদ্বোধন করেছেন এবিএম ফজলে করিম চৌধুরী এমপি। পাহাড়তলী ইউনিয়ন পরিষদ মাঠে ইউপি চেয়ারম্যান রোকন উদ্দিনের ব্যবস্থাপনায় ইউনিয়নে সম্প্রতি আগুনে ক্ষতিগ্রস্ত ১০ পরিবারের নিকট ডেউটিন বিতরণ করেন। এছাড়াও পাহাড়তলী ইউনিয়নের বহলপুরে কীর্তনিয়া গীতা সংঘের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী ও শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে ধর্ম সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন। এরআগে তিনি মহামুনী এ্যাংলো পালি উচ্চ বিদ্যালয়ের বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শন করেন। এসময় তিনি বলেন, রাউজানকে দেশের মধ্য মডেল ও স্বপ্নের রাউজান হিসেবে গড়ে তুলতে চাই। এতে রাউজানের উন্নয়নে আমি সবসময় কাজ করে থাকি। এদিকে কদলপুর ১০ শয্যাবিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্র উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ কদলপুর হামিদিয়া কামিল এমএ মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয়। কদলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব নিজাম উদ্দিন আহমদ চৌধুরীর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন রাউজান উপজেলা চেয়ারম্যান একেএম এহেছানুল হায়দর চৌধুরী, মেয়র জমির উদ্দিন পারভেজ, উপ- পরিচালক সুব্রত কুমার চৌধুরী, সহকারী কমিশনার ভূমি রিদোয়ানুল ইসলাম, ডা. নুর আলম দীন, পরিবার পরিকল্পনা কর্মকর্তা লিকসন চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ- সভাপতি আনোয়ারুল ইসলাম, সহ-সভাপতি কামরুল হাসান বাহাদুর, ইরফান আহম্মদ চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক ও প্যানেল মেয়র বশির উদ্দিন খান, ইউপি চেয়ারম্যান বিএম জসীম উদ্দিন হীরু।