রমজান মাসে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে মাঠে জেলা প্রশাসক

8

রাঙামাটি প্রতিনিধি

রাঙামাটিতে মাহে রমজানে সকল প্রকার দ্রব্যমূল্য মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে মাঠে নেমেছেন রাঙামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান। গতকাল রোববার দুপুওে শহরের বাণিজ্যিক কেন্দ্র বনরুপাস্থ বাজার পরিদর্শন করেন জেলা প্রশাসক। এসময় জেলা প্রশাসক বলেন, আমি ব্যবসায়িদের সাথে কথা বলেছি। জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান সরেজমিনে গিয়ে মুর্দি দোকান, ফলের দোকান, মাছের দোকান, মুরগির দোকান, কাপড়ের দোকান ও মাংসের দোকান পরিদর্শন করেন।
এসময় তিনি বলেন, আমাদেও নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য যথেষ্ট মওজুদ রয়েছে। ক্রেতা-বিক্রেতা সকলের সমন্বয়ে রমজান মাসে সঠিক দামে দ্রব্যমূল বিক্রি করতে সকলের সহযোগিতা কামনা করেন জেলা প্রশাসক। তিনি আরো বলেন, কেউ যেন অন্যায়ভাবে রমজান মাসে বেশী দামে মালামাল বিক্রি করতে না পারে সেজন্য জেলা বাজার মনিটরিং সেল ও বাজার কমিটিকে কাজ করতে হবে। রমজান মাসে যদি কেউ বেশি লাভের আশায় দ্রব্যমূল্য বেশি রাখে তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এ সময় উপস্থিত ছিলেন, রাঙামাটি সদও উপজেলা নির্বাহী অফিসার নাজমা বিনতে আমিন, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট বিজন কুমার জোয়াদার, সিনিয়র মার্কেটিং অফিসার সেলিম উদ্দিন, বৃহত্তর বনরুপা ব্যবসায়ি কল্যাণ সমবায় সমিতি লি. এর সভাপতি আবু সৈয়দ ও ব্যবসায়ি নেতৃবৃন্দ।