রমজানে নিত্যপণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখুন : ফজলে করিম

17

রাউজান প্রতিনিধি

আসন্ন রমজানে নিত্যপণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখতে ব্যবসায়ীদের আহবান জানিয়েছেন রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী এমপি। তিনি বলেন, রাউজানের ব্যবসায়ীরা দুঃসময়ে অবদান রেখেছেন। ভেজাল পণ্য দ্বারা গ্রাহকদের সাথে প্রতারণা করলে সেটার বিরুদ্ধে ব্যবসায়ী নেতাদের ব্যবস্থা গ্রহণ করতে হবে। তিনি শনিবার রাউজান জলিল নগর ব্যবসায়ী সমিতির ৩য় বর্ষপূর্তি উপলক্ষে বর্ণাঢ্য আয়োজনে বনভোজন ও মিলনমেলার আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। এতে সভাপতিত্ব করেন রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ। সংগঠনের অর্থ সম্পাদক আবু জাফরের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি মুহাম্মদ সৈয়দ হোসেন। শুভেচ্ছা বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক আবুল হোসাইন বাবু। বিশেষ অতিথি ছিলেন রাউজান উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম এহেসানুল হায়দর চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার আবদুস সামাদ শিকদার, থানার ওসি আবদুল্লাহ্ আল হারুন, রাউজান উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি আনোয়ারুল ইসলাম, সহ সভাপতি কামরুল হাসান বাহাদুর, ইরফান আহমেদ চৌধুরী, শাহাজান ইকবাল, কৃষি কর্মকর্তা ইমরান হোসাইন, শিক্ষা কর্মকর্তা আবদুল কুদ্দুস, পৌর কাউন্সিলর এডভোকেট দিলীপ কুমার চৌধুরী, জানে আলম জনি, ইউপি চেয়ারম্যান বিএম জসিম উদ্দিন হিরু, কাউন্সিলর জসিম উদ্দিন চৌধুরী, আলমগীর আলী, ইউপি চেয়ারম্যান রবীন্দ্রলাল চৌধুরী, ক্রীড়া সংগঠক সুমন দে, সাবেক ছাত্রলীগ নেতা ম্যালকম চক্রবর্ত্তী, যুবলীগ নেতা তপন দে, সেন্ট্রাল বয়েজ অব রাউজানের সভাপতি সাইদুল ইসলাম, সাধারণ সম্পাদক ইমতিয়াজ জামাল নকিব।
সমিতির কর্মকর্তাদের মধ্যে বক্তব্য রাখেন শাহ আলম, আমিনুল হক, এম এ মালেক সিদ্দিকী, আবু তাহের, মো.শরিফ, সেলিম খান, ডা.নুরুল হুদা, মঈনুদ্দীন আল হিমেল, ফোরকান মেম্বার, শাহাজান তালুকদার, জামাল উদ্দিন, নাহিম উদ্দিন, জয়নাল আবেদীন বাবু, মুসাদ্দেক আহমেদ আল সাইদ টিটু, রুপঙ্কর পাল, আবদুল আউয়াল সুজন, বাসু দেব, দিদারুল আলম, এস এম আবদুল হালিম, জাহাঙ্গীর আলম, মনোজ চৌধুরী, মাহাবুবুল আলম, মহিউল ইসলাম মহিন, সাইফুল ইসলাম, সাহেদুল ইসলাম, মো.ইব্রাহিম, হাফেজ তাজুল ইসলাম, মো. নুরুচ্ছাফা, মো. আলমগীর, বাবুল সওদাগর, মো.জামাল, ইকতিয়ার মেম্বার, মো. বাচা, মো. আলাউদ্দিন, তাপস সরকার প্রমুখ। শুরুতে বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধান অতিথি। পরে কুপন ড্র এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে মিলনমেলার সমাপ্তি হয়।