রমজানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ করুন

30

 

 

বাজারে নিত্যপণ্যের দাম অস্বাভাবিকভাবে বেড়েই চলেছে। এই লাগামহীন দামের কারণে মধ্যবিত্ত ও নিম্নবিত্তের মানুষরা দুর্ভোগের মধ্য দিয়ে দিন কাটাচ্ছে। সাধারণ খেটে খাওয়া মানুষরা দু’বেলা ঠিকমতো খাবার যোগাড় করতে পারছে না। রোজ নিত্যপণ্যের দাম যে হারে বাড়ছে, মানুষের আয় কিন্তু সে হারে বাড়ছেই না। ধনীরা বেশি দাম দিয়ে সব পণ্য ক্রয় করতে পারলেও গরীবরা অল্প ক্রয় করেও সংসার চালাতে পারছে না। প্রতিদিন টিসিবির গাড়ির সামনে প্রচুর ভিড় করে মধ্যবিত্ত -নিম্নবিত্তরা। রমজান মাসে পণ্যের চাহিদা থাকে প্রচুর, ক্রেতার সংখ্যাও বাড়ে। কাজেই, এই মাসকে ঘিরে অসাধু ব্যবসায়ীরা যেন নিত্যপণ্যের দাম বাড়াতে না পারে সেইদিকে সতর্ক থাকতে হবে। রমজান মাসে যেন নিম্ন ও মধ্যবিত্ত মানুষরা ন্যায্যমূল্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য ক্রয় করতে পারে সেই ব্যাপারে জনবান্ধব নীতি প্রণয়ন করতে হবে। পর্যাপ্ত পণ্যের সরবরাহ নিশ্চিত করতে হবে। অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিয়ে ভোক্তা অধিকার নিশ্চিত করতে হবে। পণ্যের দাম ভোক্তাদের ক্রয়সীমার মধ্যে রাখতে শুল্ক প্রত্যাহার বা ভর্তুকি প্রদান করতে হবে। পণ্যের মজুত রেখে দেওয়ার মাধ্যমে যেন অসাধু ব্যবসায়ীরা বাজার অস্থির করতে না পারে সেই বিষয়ে নজর দিতে হবে। সিয়াম সাধনার মাসে ন্যায্যমূল্যে যেন সাধারণ মানুষ পণ্য পায় সে ব্যাপারে সবাইকে সতর্ক থেকে দ্রব্যমূল্যের এই ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ করতে হবে।