“রবীন্দ্র সরোবর”

22

 

প্রাবন্ধিক ও রবীন্দ্র গবেষক নাজনীন বেগম-রচিত ‘রবীন্দ্র সরোবর’ এবারের মেলায় প্রকাশিত একটি গুরুত্বপূর্ণ বই। বইটি প্রকাশিত হয়েছে প্রকাশনা প্রতিষ্ঠান তৃতীয় চোখ থেকে। বইয়ের প্রবন্ধগুলোতে রবীন্দ্রনাথের নারী-ভাবনা ও সমাজ চেতনার বিচার-বিবেচনায় বিশ্লেষণ করেছেন। তিনি আপন অনুভবের আলোকে বিনোদিনী, দামিনী, কুমু, -এদের ব্যক্তি মায়াকে নতুনভাবে তিনি ফুটিয়ে তুলেছেন। ‘গোরা’ তাঁর কাছে যেন এক স্বপ্ন-সাধনা। যদিও পা তার পুরোপুরি মাটিতে। অন্য লেখাগুলোতেও জীবনের বাস্তবতায় কল্যাণের অন্বেষণ। সবই তাঁর আপন চোখের আলোয়। আমাদের আকর্ষণ বাড়ে। এও দেখি, রবীন্দ্রনাথ এখনও মানববাস্তবতায় কল্পলোকের অধীশ্বর; প্রত্যক্ষ প্রেরণা। নাজনীনের অনুশীলনে বাড়তি মাত্রাও যোগ হয়। তার মূল্য কম নয়।
বিশেষত রবীন্দ্রনাথের ছোটগল্প গল্পে সৃষ্ট চরিত্রসমূহ বাঙালি হলেও তারা-যে বিশ্বের সকল মানুষেরই সুখ-দুঃখ, বেদনা, বিদ্রোহ, সাংসারিক জীবনের নানা ধরনের ঘাত-প্রতিঘাত ও গøানির প্রতিচ্ছবি তা তুলে ধরেছেন নাজনীন। এ ছাড়াও নাজনীন এই গ্রন্থে ‘সভ্যতার সংকট’, ‘শিক্ষাভাবনায় মাতৃভাষা’, ‘শান্তিনিকেতনে বাংলাদেশ ভবন’, ‘বিজ্ঞানচেতনা’, ‘ইউরোপযাত্রা’ ইত্যাদি রবীন্দ্রসাহিত্যের নানাদিক নিয়ে আলোচনা করেছেন। পাঠক এইসব প্রবন্ধে রবীন্দ্রসাহিত্যের বিশালত্ব ও গভীরতার কিছুটা স্পর্শ পাবেন। ‘রবীন্দ্র সরোবর’ বইটি রবীন্দ্র-অনুসন্ধিৎসু পাঠকদের রবীন্দ্রনাথকে অন্তত কিছুটা বুঝতে, উপলব্ধি করতে সাহায্য করবে।
মূল্য : ৩০০, প্রচ্ছদ: আইয়ুব আল আমিন।