রবিউলের ব্যাটে খেলাঘরের জয়

41

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের ২৩তম ম্যাচে মুখোমুখি হয়েছিল খেলাঘর সমাজ কল্যঠু সমিতি ও বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)। বুধবার ফতুল্লায় এই ম্যাচে বিকেএসপিকে ২৭ রানে হারিয়েছে খেলাঘর।
খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে এই ম্যাচে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়ে খেলাঘর নির্ধারিত ওভারে ৮ উইকেট হারিয়ে ২১২ রান তোলে উওরা। জবাবে ব্যাট করতে নেমে ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৮৫ রান তোলে বিকেএসপি। তাতেই ২৭ রানের জয় পায় খেলাঘর।
সাইফের ব্যাটে জিতলো প্রাইম দোলেশ্বর : মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব ও গাজী গ্রুপ ক্রিকেটার্স। বুধবার এই ম্যাচে গাজী গ্রæপের বিপক্ষে ৬ উইকেটের জয় পেয়েছে প্রাইম দোলেশ্বর।
টস হেরে আগে ব্যাট করতে নেমে ৪৯.১ ওভারে সবকটি উইকেট হারিয়ে ২৩০ রান তোলে গাজী গ্রূপ। জবাবে ২৩০ রানের বিপরীতে জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে ওপেনার সাইফ হাসানের শতকে ভর করে ৪৫.৫ ওভারে ৪ উইকেট হারিয়েই লক্ষ্যে পৌঁছে যায় প্রাইম ব্যাংক। ইনিংস সর্বোচ্চ ১০২ রান তুলতে সাইফ খেলেন ১২৪ বল। ম্যাচসেরার পুরস্কার আসে প্রাইম ব্যাংক অধিনায়ক ফরহাদ রেজার হাতে।
ব্রাদার্সের সহজ জয় : লিগের ২৪তম ম্যাচে সাভারের বিকেএসপির ৩ নম্বর মাঠে মুখোমুখি হয়েছিল উত্তরা স্পোর্টিং ক্লাব ও ব্রাদার্স ইউনিয়ন। এই ম্যাচে উত্তরাকে ৮ উইকেটে হারিয়েছে ব্রাদার্স।
টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৮ উইকেট হারিয়ে ২৬৪ রান তোলে উত্তরা। জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৪৮.২ ওভারে ২ উইকেট হারিয়েই লক্ষ্যে পৌঁছে যায় ব্রাদার্স ইউনিয়ন (২৬৭/২)।