রফতানি পণ্য নিয়ে ইউক্রেন ছাড়লো আরও ৪টি জাহাজ

8

কৃষ্ণ সাগরের নিরাপদ সমুদ্রসীমা করিডোর দিয়ে ইউক্রেন থেকে খাদ্যশস্য ও সূর্যমুখী তেলবাহী চারটি জাহাজ ছেড়েছে। এই জাহাজগুলো তুরস্ক যাচ্ছে। সেখানে রাশিয়া ও জাতিসংঘের মধ্যে স্বাক্ষরিত চুক্তির আওতায় এগুলো পরীক্ষা করা হবে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এখবর জানিয়েছে।
ফেব্রæয়ারিতে ইউক্রেনে রাশিয়ার আক্রমণ শুরু হওয়ার পর ইউক্রেনীয় বন্দরগুলোতে লাখ লাখ টন খাদ্যশস্য আটকা পড়ে। এর ফলে বিভিন্ন দেশে খাদ্য ঘাটতি ও খাদ্য দ্রব্যের চড়া মূল্য দেখা দেয়। গত সপ্তাহে জাতিসংঘের মধ্যস্থতায় চুক্তির আওতায় প্রথম জাহাজ ইউক্রেন ত্যাগ করে। রবিবার ওডেসা ও চরনোমর্স্ক থেকে বন্দর থেকে জাহাজ চারটি রওনা দিয়েছে। এগুলো বসফরাস প্রণালী পাড়ি দেবে। তুরস্কে পরীক্ষা শেষে দুটি হাজার তুরস্কে নোঙর করবে এবং বাকি দুটো ইতালি ও চীন রওনা দেবে। আরেকটি খালি জাহাজ ইউক্রেনে পণ্য বোঝাইয়ের জন্য অনুমতি পেয়েছে।