রনজিত রক্ষিত অশোক সেনগুপ্ত ও পঞ্চানন চৌধুরী স্মরণানুষ্ঠান

18

মোরা পত্র লেখক সমাজ (মোপলেস) চট্টগ্রাম এর উদ্যোগে ৭ অক্টোবর বৃহস্পতিবার সন্ধ্যায় মোমিন রোডস্থ শারদাঞ্জলী ফোরাম চট্টগ্রাম কার্যালয়ে তিনজন বরেণ্য ব্যক্তি আবৃত্তিকার রনজিত রক্ষিত-গণসঙ্গীতশিল্পী অশোক সেনগুপ্ত-আবৃত্তিকার পঞ্চানন চৌধুরীকে নিবেদিত স্মরণানুষ্ঠান অনুষ্ঠিত হয়। গান-কবিতা-কথামালা দিয়ে সাজানো অনুষ্ঠানে সজল দাশ এর সঞ্চালনায় শারদাঞ্জলি ফোরাম চট্টগ্রাম এর প্রতিষ্ঠাতা সভাপতি  মাস্টার অজিত কুমার শীলের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন আবৃত্তিকার সজল চৌধুরী। প্রধান আলোচক ছিলেন কধুরখীল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবুল কান্তি দাশ। বিশেষ আলোচক ছিলেন খেলাঘর চট্টগ্রাম মহানগরীর সহ-সাধারণ সম্পাদক মোরশেদুল আলম চৌধুরী, সাংস্কৃতিক সংগঠক বনবিহারী চক্রবর্ত্তী, চট্টগ্রাম সাহিত্য পাঠচক্রের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক কবি আসিফ ইকবাল, শিল্পী অচিন্ত্য কুমার দাশ, শিল্পী নারায়ণ দাশ, সংস্কৃতিকর্মী দিলীপ সেনগুপ্ত। স্বাগত বক্তব্য রাখেন মোপলেস এর প্রতিষ্ঠাতা সভাপতি সজল দাশ, শুভেচ্ছা বক্তব্য রাখেন মোপলেস এর সাধারণ সম্পাদক নিলয় দে। উপস্থিত ছিলেন সুর দরিয়া চট্টগ্রাম এর প্রতিষ্ঠাতা সভাপতি ডা. আশীষ চৌধুরী, চট্টগ্রাম উন্নয়ন পরিষদের সভাপতি শাহ নুরুল আলম, শিক্ষক দুলাল বড়–য়া, ডা. চয়ন চক্রবর্ত্তী ও মো. জাফর আলম প্রমুখ। অনুষ্ঠানে একক সঙ্গীত পরিবেশন করেন শিল্পী ও সঙ্গীত পরিচালক অচিন্ত্য কুমার দাশ। স্বরচিত আবৃত্তি পরিবেশন করেন সজল দাশ, প্রধান অতিথি সজল চৌধুরী বলেন, তিন বরেণ্য ব্যক্তি ছিলেন সমাজের আলোকবর্তিকা।