রণজিৎ রক্ষিতের প্রয়াণ দিবসে বোধনের স্মরণানুষ্ঠান

17

 

‘হেমন্তের ধূসর দিনে স্মৃতির পান্ডুলিপি’ শিরোনামে বোধন আবৃত্তি পরিষদ চট্টগ্রামের আয়োজনে ৩০ অক্টোবর রাত ৮টায় বোধনের অফিসিয়াল ফেসবুক পেইজ থেকে প্রচারিত হয় দেশবরেণ্য আবৃত্তিশিল্পী রণজিত রক্ষিতের প্রয়াণের তৃতীয় বার্ষিকীর স্মরণানুষ্ঠান। তিনি বোধন আবৃত্তি পরিষদ চট্টগ্রাম’র সাধারণ সম্পাদক ও সভাপতির দায়িত্ব পালন করেছেন। ছিলেন বোধন আবৃত্তি স্কুল চট্টগ্রাম এর প্রতিষ্ঠাতা উপাধ্যক্ষ। এছাড়া তিনি অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন। জীবনের নিয়মে তিনি ২০১৮ সালের ৩০ অক্টোবর না ফেরার দেশে পাড়ি দেন।
আবৃত্তিশিল্পী মাইনুল আজম চৌধুরীর সঞ্চালনায় এই শিল্পীর সাংস্কৃতিক পরিমন্ডলে বিভিন্ন অবদান তুলে ধরে স্মৃতিকথায় অংশ নেন বোধনের প্রতিষ্ঠাতা সদস্য কুমার প্রীতিশ বল, সুজিত রায়, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক নাট্যজন সাইফুল আলম বাবু, নাট্যব্যক্তিত্ব ডক্টর কুন্তল বড়ুয়া, আবৃত্তিশিল্পী ড. সাহাদাত হোসেন নিপু এবং বোধনের সভাপতি আবদুল হালিম দোভাষ। আবৃত্তিতে স্মরণ করেন আবৃত্তিশিল্পী ফারুক তাহের ও সুছন্দা ঘোষ চৌধুরী। সংগীত পরিবেশন করেন পপলী চক্রবর্তী ও দেবলিনা চৌধুরী। অনুষ্ঠানে পরিবারের সদস্যদের মধ্যে স্মৃতিচারণ করেন সেজ বোন আঁখি নন্দী ও ভগ্নিপতি বিপ্লব নন্দী। বিজ্ঞপ্তি