রক্তাক্ত বিজয়

45

অবরুদ্ধ এক দালান
ভিতরের ভিটায় অজস্র ফুলের পরাগ
পেছানো শাড়ির গতরে আঁচড়ের দাগ কাটে
পালতোলা সৈকতের তলদেশে;
চিৎকারে ডাকে
লাশের ভারী বহন থেমে থেমে হাঁটে
দেশমাতৃকার মেজ ছুঁয়ে!

গন্তব্য খুঁজতে খুঁজতে লাশগুলো
হলুদ আবরণে ঢাকা পড়ে
দীর্ঘযাত্রা – পলকহীন চোখ বøক হারিয়ে
কখনো পূর্ব, কখনো পশ্চিম
কখনো পাকিস্তানি চাঁনতারার দখলে;
তবুও মাথানত করেনি।

জালপাতা ছিঁড়ে ছিঁড়ে
বাঙালি রোপণ করে-দুটি বৃক্ষ
লাল ও সবুজ
দু’য়েই মিলে একটি পতাকা
তার নাম রক্তাক্ত বিজয়।রক্তাক্ত বিজয়
নাসিমা হক মুক্তা