রক্তদান কর্মসূচি অবশ্যই একটি মহৎ উদ্দ্যোগ

50

এক ব্যাগ রক্ত একজন মানুষের জীবন বাঁচাতে সাহায্য করে। রক্তদান সবাই করতে পারেন না। যারা অন্যের জীবন বাঁচাতে নিজের রক্তদান করেন তারা অবশ্যই মহৎপ্রান। প্রতিটি সুস্থ মানুষ প্রতি তিন মাস পরপর রক্ত দান করতে পারেন। যারা রক্ত দান করেন তারা সকলেই জানেন যে এ রক্তে একটি জীবন বেঁচে যাবে। কত পরিবারে হাসি ফোটে এই রক্তে। তাই এ ধরনের রক্তদান কর্মসূচি অবশ্যই একটি মহৎ উদ্দ্যোগ। গত শনিবার বেলা ১১ টায় সীতাকুন্ডের বারআউলিয়ায় হযরত পীর বারআউলিয়া (র.) মাজার শরীফ এর বার্ষিক ওরশ উপলক্ষে বারআউলিয়ার আওলাদদের উদ্দ্যোগে ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সহযোগিতায় মানবতার সেবায় রক্তদান কর্মসূচি শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যকালে উপজেলা নির্বাহী অফিসার মিল্টন রায় উপরোক্ত কথাগুলো বলেন। সংগঠনের কর্মকর্তা আমিনুল হক শাহীনের সঞ্চালনায় ও বার আউলিয়া (রা.) মাজারের মৌতুয়ালী শাহ এমরান বোখারীর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য আ ম ম দিলশাদ, সীতাকুন্ড প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি সৌমিত্র চক্রবর্তী, নির্বাহী সদস্য ও সাবেক সভাপতি এম. সেকান্দর হোসাইন, সহ-সভাপতি জহিরুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে অনেকের রক্তদান করে কর্মসূচী সফল করেন। এজন্য আয়োজকরা তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।