যৌন হয়রানির প্রতিবাদে তিশার ‘#মিটু’

75

২০১৮ সালে ‘হ্যাশট্যাগ মিটু’ ঝড়ে কেঁপেছিল বিশ্ব। যৌন হয়রানির প্রতিবাদে সামাজিক যোগাযোগমাধ্যমে নির্যাতিতরা সোচ্চার হয়ে ওঠেন। আওয়াজ তোলেন যৌন হয়রানিকারীদের বিরুদ্ধে। ‘#মিটু’র মাধ্যমে যৌন নির্যাতনের অভিযোগ এনে অনেকের মুখোশ টেনে ধরেন নানা স্তরের প্রতিবাদী নারীরা। সে দলে ছিলেন হলিউড ও বলিউডের নামজাদা বহু তারকা। এবার সেই ‘#মিটু মুভমেন্ট’ নিয়ে নাটক নির্মাণ করলেন পরিচালক সাজ্জাদ সুমন। ‘#মিটু’ নামের নাটকটিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা।
সম্প্রতি এর শুটিং শেষ হয়েছে। এ প্রসঙ্গে সাজ্জাদ সুমন বলেন, ‘আমাদের দেশের নারীরা নানা ক্ষেত্রে যৌন হয়রানির শিকার হচ্ছে। যৌন হয়রানি থেকেই কিন্তু এক সময় ধর্ষণের মতো ন্যক্কারজনক ঘটনা ঘটে। তাই শুরুতেই যদি যৌন হয়রানির প্রতিরোধ করা যায় তাহলে দেশে ধর্ষণে সংখ্যা অনেক কমে আসবে। সেই ভাবনা থেকেই ‘#মিটু’ নাটকটি নির্মাণ করেছি।
এটা এক ধরনের প্রতিবাদও বলতে পারেন।’’#মিটু’ নাটকের একটি দৃশ্যে নুসরাত ইমরোজ তিশা ও টিনু করিম ‘নাটকটির গল্পে দর্শক দেখতে পাবেন তিশা যৌন হয়রানির শিকার হয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে #মিটু দিয়ে অভিযোগ তুলে ধরেন। এরপর যৌন হয়রানিকারীদের বিরুদ্ধে সবাই সোচ্চার হয়ে ওঠেন,’ যোগ করেন ‘কলুর বলদ’খ্যাত এই নির্মাতা।
১৯৫২ এন্টারটেইনমেন্টের ব্যানারে নির্মিত নাটকটি রচনা করেছেন মেজবাহ উদ্দিন সুমন। তিশা ছাড়াও এতে আরও অভিনয় করেছেন শহিদুজ্জামান সেলিম, লুৎফুর রহমান জর্জ, সুজাত শিমুল, টিনু করিম প্রমুখ। আসন্ন ঈদুল আজহা উপলক্ষে চ্যানেল আইতে নাটকটি প্রচার হবে।