যৌতুক ও মাদকবিরোধী সমাবেশ উপলক্ষে সম্মেলন

31

 

আন্জুমানে রজভীয়া নুরীয়া ট্রাস্টের অঙ্গ সংগঠন রজভীয়া নুরীয়া কমিটি বাংলাদেশের উদ্যোগে ১২ মার্চ দুপুর ২টা হতে চট্টগ্রাম জমিয়তুল ফালাহ্ জাতীয় মসজিদ ময়দানে যৌতুক ও মাদকবিরোধী মহাসমাবেশ, গুণীজন সংবর্ধনা, বর্ণাঢ্য র‌্যালি এবং বাদে মাগরিব হতে তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হবে। মহাসমাবেশ উপলক্ষে ৯ মার্চ সকাল ১১টায় সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে বক্তব্য দেন আনজুমানে রজভীয়া নূরীয়া ট্রাস্টের প্রেসিডেন্ট ও আহলে সুন্নাত ওয়াল জামা’আত বাংলাদেশের কেন্দ্রীয় মহাসচিব পীরে তরিকত আল্লামা মুহাম্মদ আবুল কাশেম নূরী (মুজিআ)।
তিনি বলেন, এবছর শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল এমপি, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র মো. রেজাউল করিম চৌধুরী, দৈনিক আজাদীর সম্পাদক এম এ মালেক, ইরাকের রাষ্ট্রদূত এইচ. ই. আব্দুল সালাম সাদ্দাম মোহাইসেন, জেলা প্রশাসক মো. মমিনুর রহমান, শাহসূফি সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল-হাসানী আল-মাইজভাÐারী সহ সরকারী ও বেসরকারী উচ্চ পদস্থ ব্যক্তিবর্গ, আলেম-উলামা, পীর মাশায়েখ, রাজনীতিবিদ, শিক্ষাবিদরা মহাসমাবেশে বক্তব্য দেবেন।
লিখিত বক্তব্যে প্রস্তুতি কমিটির সদস্য সচিব মুহাম্মদ মাছুমুর রশিদ কাদেরী বলেন, শতাব্দির পর শতাব্দি ধরে দেশে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিষ্টান সব সম্প্রদায়ে যৌতুক দেয়া-নেয়া চলছে। তবে যৌতুকের সুদূরপ্রসারী কুফল এবং যৌতুক-নেয়া দেয়া যে সামাজিক অনাচার ও জুলুম দেশবাসীকে পুরোপুরিভাবে আমরা জানাতে ব্যর্থ হয়েছি বলে এখনো যৌতুকমুক্ত দেশ গড়ে উঠেনি। টাকার জোরে ধনীরা পাত্র পক্ষকে দু’হাতে যৌতুক দিচ্ছেন, গাড়ি-ফ্রিজ-এসিসহ ৩-৫ হাজার বরযাত্রী খাওয়াচ্ছেন। এমনকি লাখো কোটি টাকা বিয়ের খরচের জন্য মাঠে কোমর বেঁধে নামেন ধনীরা। আর এর কুফল ভোগ করেন গরিবরা। যৌতুক প্রথা ও মাদককে থামাতে গণমাধ্যম এবং মসজিদের ইমাম-খতিবরাও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের ভাইস চেয়ারম্যান কাজী মুহাম্মদ ফোরকান রেজা, আবু ছালেহ আঙ্গুর, মাহমুদুল হক রাজিব, মহাসচিব মুহাম্মদ মিয়া জুনায়েদ, প্রস্তুতি কমিটির আহবায়ক মুহাম্মদ জাহিদুল হাসান রুবায়েত, সদস্য সচিব মুহাম্মদ মাছুমুর রশিদ কাদেরী, মুহাম্মদ আবুল হাসান, মাওলানা কুতুবউদ্দিন শাহ্ নূরী, মুহাম্মদ ওমর ফারুক, মাওলানা আব্দুল কাদের রজভী, শায়ের এনামুল হক এনাম, মুহাম্মদ জাকারিয়া, মুহাম্মদ ফরিদুল আলম, মুহাম্মদ আয়ুব তাহেরী, মুহাম্মদ মিনহাজ উদ্দিন সিদ্দিকী, মাওলানা আবুন নূর মুহাম্মদ হাস্সান নূরী, এস এম ইকবাল বাহার, মুহাম্মদ ওসমান জাহাঙ্গীর, মুহাম্মদ মাহফুজ, এ্যাডভোকেট মুহাম্মদ আলমগীর, মাওলানা এনামুল হক কাদেরী, মাওলানা জাফর কামালী, মাওলানা সিরাজুল মোস্তফা, মুহাম্মদ সাইফুল ইসলাম, ইঞ্জিনিয়ার মুহাম্মদ জাহেদ, নুরুল হুদা মুহাম্মদ আক্কাস, মুহাম্মদ আমানউল্লাহ, মুহাম্মদ জাকির হোসাইন, মুহাম্মদ শফিক, মুহাম্মদ সরোয়ার উদ্দিন, মুহাম্মদ মুহাম্মদ সাফওয়ান নূরী, মুহাম্মদ সায়হান নূরী, মুহাম্মদ মিনহাজ নূরী, মুহাম্মদ শাকিল, মুহাম্মদ বরাত প্রমুখ। বিজ্ঞপ্তি