‘যৌতুক ও মাদকবিরোধী কঠোর অবস্থানে সরকার’

11

 

যৌতুক, মাদক, নারী ও শিশু নিপীড়ন থামাতে সরকারকে বলিষ্ঠ পদক্ষেপ গ্রহণ এবং যৌতুক ও মাদকবিরোধী হাজার হাজার যুবকের শপথপথ গ্রহণের মধ্য দিয়ে জমিয়তুল ফালাহ্ মসজিদ মাঠে যৌতুক-মাদকবিরোধী মহাসমাবেশ, গুণীজন সংবর্ধনা ও র‌্যালি ১১ মার্চ অনুষ্ঠিত হয়েছে। রজভীয়া নুরীয়া কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদের ব্যবস্থাপনায় আহলে সুন্নাত ওয়াল জামাআত বাংলাদেশের কেন্দ্রীয় মহাসচিব ও আন্জুমানে রজভীয়া নূরীয়া ট্রাস্টের প্রেসিডেন্ট আল্লামা আবুল কাশেম নূরীর আহবানে ১৪তম অনুষ্ঠিত মহাসমাবেশে উদ্বোধক ছিলেন মাইজভান্ডার দরবারের সাজ্জাদানশীন সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল হাসানী আল-মাইজভান্ডারী। প্রধান অতিথি ছিলেন সিটি মেয়র মোহাম্মদ রেজাউল করিম চৌধুরী। তিনি বলেন, সরকার একার পক্ষে সবকিছু সামাল দেয়া সম্ভব নয়। এক্ষেত্রে জনগণেরও অনেক করণীয় আছে। অথচ আমরা সে দায়িত্ব পালন করি না। সরকার সবকিছু করে দেবে এ মানসিকতা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। দেশের শীর্ষস্থানীয় আলেমে দ্বীন আল্লামা আবুল কাশেম নূরী গরিব মানুষের প্রতি মমত্ববোধ ও দ্বীনি দায়িত্ববোধ থেকে আজ যৌতুক, মাদক ও নারী নিপীড়ন বিরোধী যে মহাসমাবেশ ডেকেছেন তা দেখে আমরা অনুপ্রাণিত হই। সংবর্ধেয় অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ এটিএম পেয়ারুল ইসলাম। শুভেচ্ছা বক্তব্য রাখেন যৌতুক ও মাদকবিরোধী আন্দোলনের পুরোধা আহলে সুন্নাত ওয়াল জামাআত বাংলাদেশের কেন্দ্রীয় মহাসচিব আল্লামা আবুল কাশেম নূরী। প্রস্তুতি কমিটির সদস্য সচিব মুহাম্মদ মাছুমুর রশিদ কাদেরী, মুহাম্মদ মিনহাজ উদ্দিন সিদ্দিকী এবং মুহাম্মদ আয়ুব তাহেরীর যৌথ সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন প্রস্তুতি কমিটির আহবায়ক মাহমুদুল হক রাজিব। সংগঠনের কেন্দ্রীয় চেয়ারম্যান ও চট্টগ্রাম বিশ^বিদ্যালয়ের সহযোগী অধ্যাপক মোহাম্মদ কাউছার হামিদের সভাপতিত্বে আলোচক ছিলেন আন্জুমানে রজভীয়া নূরীয়া ট্রাস্টের সেক্রেটারী অ্যাডভোকেট আব্দুর রশিদ দৌলতী। সংগঠনের কেন্দ্রীয় চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ কাউছার হামিদ সভাপতির বক্তব্যে বলেন, গরিবের ঘরে ঘরে আজ নীরব আর্তনাদ-আহাজারি চলছে। বক্তব্য রাখেন আহলে সুন্নাতের সাংগঠনিক সচিব মুহাম্মদ আব্দুল মতিন, মাওলানা কাযী আবুল ফোরকান হাশেমী, মুহাম্মদ আরিফ সওদাগর, মাওলানা আবুল কালাম প্রমুখ।