যোগ্যদের দূরে ঠেলে দেয় ব্যক্তিকেন্দ্রিক রাজনীতি

62

স্বাধীনতার পরাজিত শক্তি জামায়াত-শিবিরের সন্ত্রাসীদের গুলিতে শহীদ আরিফুল ইসলাম আরিফ স্মরণে সভায় বক্তারা বলেন, বর্তমান সময়টায় আমাদের সংগঠনগুলোতে পরিক্ষিত, ত্যাগী নেতাকর্মীর সংকট দেখা দিয়েছে। এ সংকট ঘুচাতে হবে। যাদের ত্যাগ-শ্রম ও রক্তের বিনিময়ে সংগঠনের বর্তমান অবস্থান, তাদেরকে ভুলে গেলে চলবে না। ব্যক্তি প্রভাব নিরুঙ্কুশ করতে অতীতে যাদের কোন ভূমিকাই ছিল না- এমন ব্যক্তিদের নেতৃত্বে আসীন করা হয়। ফলে ত্যাগী ও যোগ্যরা উপেক্ষিত হয়। ব্যক্তি কেন্দ্রিক রাজনীতি ত্যাগী ও যোগ্যদের দূরে ঠেলে দেয়। আরিফ স্মৃতি সংসদের উদ্যোগে পশ্চিম বাকলিয়া ডিসি রোডে স্মরণসভায় বক্তারা এসব কথা বলেন। নগর স্বেচ্ছাসেবক লীগ নেতা সাহেদ মুরাদ সাকুর সভাপতিত্বে ও ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগ নেতা নিজাম উদ্দিন আহাদের পরিচালনায় আলোচনায় অংশ নেন উপ-প্রচার সম্পাদক সাবেক কাউন্সিলর মো. শহিদুল আলম, নগর আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য হাজী মোহাম্মদ শফি, নগর যুবলীগের যুগ্ম আহবায়ক ফরিদ মাহমুদ, সদস্য শেখ নাছির আহমেদ, দেলোয়ার হোসেন দেলু,নগর ছাত্রলীগ সহ-সভাপতি নাজমুল হাসান রুমী।
উপস্থিত ছিলেন আশরাফুল গণি, জহির উদ্দিন সুমন, সিরাজদৌলা দৌলত,আমিনুল ইসলাম, ইয়াছিন ভূঁইয়া, জামাল উদ্দিন সোহেল, ওয়াজেদ উল্লাহ, ফয়সাল, সাকিব উল্লাহ, উজ্জ্বল দত্ত, নিজাম উদ্দিন, জাহিদুল ইসলাম, রশিদুল ইসলাম, উজ্জ্বল, জাহেদ, আহমেদ শুভ, বেলাল, বোরহান প্রমুখ। পরে মরহুমের আত্মার শান্তি কামনায় মিলাদ মাহফিল, মোনাজাত করা হয়। খবর বিজ্ঞপ্তির