যোগের নিরাময় শক্তিতে বিশ্বাস করেন রাজা চার্লস

11

ভারতীয় যোগব্যায়ামের নিরাময় শক্তিতে বিশ্বাস করে যুক্তরাজ্যের নতুন রাজা চার্লস তৃতীয়। নতুন রাজা চার্লস যিনি তার মা রানী দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুতে সিংহাসনে আরোহণ করেছেন, ভারত এবং এর সাথে যোগ এবং আয়ুর্বেদের প্রাচীন ঐতিহ্যের একটি দৃঢ় সম্পর্ক রয়েছে। ৭৩ বছর বয়সী রাজা, যিনি কয়েক বছর ধরে প্রিন্স অফ ওয়েলস হিসাবে ভারতে বেশ কয়েকটি সফর করেছেন, তিনি তার ব্রিটিশ এশিয়ান ট্রাস্টের মাধ্যমে ভারতে তার অনেক দাতব্য প্রচেষ্টাকে কেন্দ্রীভূত করেছেন। রাজা হওয়ার পর এক বার্তায় চার্লস বলেন, ‘অন্য অনেকের মতো আমারও ভারতের প্রতি অনেক ভালবাসা আছে। সে দেশে অনেক বিস্ময়কর সফর উপভোগ করেছি। ভারতীয় সাহায্য এবং চাতুর্য এই অসীম কঠিন সময়ে অন্যান্য দেশের জন্য সহায়ক হয়েছে। ভারত যেমন অন্যদের সাহায্য করেছে, এখন আমাদের অবশ্যই সাহায্য করা উচিত।’ কোভিডের পরিপ্রেক্ষিতে তিনি যোগের নিরাময় এবং থেরাপিউটিক শক্তির প্রতি আস্থার প্রতিফলন ঘটিয়ে একে তিনি ‘অ্যাক্সেসযোগ্য অনুশীলন’ হিসাবে বর্ণনা করেছিলেন, যা স্ট্রেস কমাতে সহায়তা করে। রাজা বলেন, ‘এই মহামারীটি প্রস্তুতি, স্থিতিস্থাপকতা এবং এমন একটি পদ্ধতির প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছে যা সমাজের অংশ হিসাবে সমগ্র ব্যক্তির স্বাস্থ্য এবং কল্যাণকে সম্বোধন করে। সেই পদ্ধতির অংশ হিসাবে, থেরাপিউটিক, প্রমাণিত-অবহিত যোগব্যায়াম স্বাস্থ্য এবং নিরাময়ে অবদান রাখতে পারে।