যে কারণে ঘড়ির কাঁটা ডান দিকে ঘোরে

52

ঘড়ির কাঁটা ডান দিকে ঘোরে কেন। বাম দিকেও তো ঘুরতে পারত। এর কি কোনও নির্দিষ্ট কারণ আছে? অনেকের মনের মধ্যে এ নিয়ে কৌতূহল।
ঘড়ি আবিষ্কার হয়েছিল ইউরোপে। তার আগে মানুষ সময় দেখত সূর্য ঘড়িতে। আর সেই সূর্য ঘড়ির প্রভাবেই ঘড়ির কাঁটা ঘুরতে থাকল ডানদিকে। ইউরোপ পৃথিবীর উত্তর গোলার্ধে অবস্থিত। তাই সূর্য হেলে থাকে দক্ষিণ আকাশে। সেই কারণেই সূর্য ঘড়িতে যে দন্ড থাকত, তার তার ছায়া বাঁ থেকে ডান দিকেই সরে সরে যেত। সেই হিসেবেই হতো সময়ের পরিমাপ। এই কারণেই ঘড়ির কাঁটাও ওই ভাবেই সরতে লাগল। বাম থেকে ডানদিকে। যাকে বলে ক্লকওয়াইজ। সূত্র : ইন্টারনেট