যেখানে এমবাপ্পে-নেইমারদের চেয়ে অনেক পিছিয়ে মেসি

35

ফুটবলভক্তদের অধিকাংশের মতে মেসিই বিশ্বের সেরা খেলোয়াড়, তর্ক সাপেক্ষে সর্বকালের সেরা। বর্তমান যুগেও তার সমকক্ষ কেউ নেই। কিন্তু যদি ট্রান্সফার মার্কেটের প্রশ্ন আসে তাহলে হিসাবটা আলাদা। সেখানে মেসি অনেকটাই পিছিয়ে।
বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের কারণে বন্ধ হয়ে গেছে ইউরোপের সবধরনের ফুটবল টুর্নামেন্ট। এই সুযোগে আলোচনায় চলে এসেছে ট্রান্সফার মার্কেট। আসন্ন গ্রীষ্মে যাদের নিয়ে দলগুলোর মধ্যে কাড়াকাড়ি পড়তে পারে তাদের নিয়ে এরইমধ্যে আলোচনা শুরু হয়ে গেছে। ট্রান্সফার মার্কেটের বাজারে মেসির নাম আসার সম্ভাবনা যদিও কম, কিন্তু বার্সার সঙ্গে তার নতুন চুক্তি হওয়ার আগ পর্যন্ত কিছুই নিশ্চিত নয়। কিন্তু ‘ট্রান্সফার মার্কেট’র তালিকা অনুযায়ী, বর্তমান বাজারমূল্য অনুসারে মেসির স্থান আটে।
১০. আতোঁয়া গ্রিজম্যান (বার্সেলোনা): ১২০ মিলিয়ন ইউরো
০৯. জাদোন সানচো (বরুশিয়া ডর্টমুন্ড): ১২০ মিলিয়ন ইউরো
০৮. লিওনেল মেসি (বার্সেলোনা): ১৪০ মিলিয়ন ইউরো
০৭. কেভিন দে ব্রুইন (ম্যানচেস্টার সিটি): ১৫০ মিলিয়ন ইউরো
০৬. হ্যারি কেন (টটেনহাম): ১৫০ মিলিয়ন ইউরো
০৫. মোহামেদ সালাহ (লিভারপুল): ১৫০ মিলিয়ন ইউরো
০৪. সাদিও মানে (লিভারপুল): ১৫০ মিলিয়ন ইউরো
০৩. নেইমার জুনিয়র (পিএসজি): ১৬০ মিলিয়ন ইউরো
০২. রহীম স্টার্লিং (ম্যানচেস্টার সিটি): ১৬০ মিলিয়ন ইউরো
০১. কিলিয়ান এমবাপ্পে (পিএসজি): ২০০ মিলিয়ন ইউরো