‘যেকোন সামাজিকমূলক কাজে যুবকদের এগিয়ে আসতে হবে’

12

বান্দরবান প্রতিনিধি

যুবাদের কাছে সবচেয়ে বেশি শক্তি আছে। তারা চাইলে সবকিছু বদলে দিতে পারে।তবে এসব যুবারা যদি মাদকাসক্তি বা খারাপ কাজে লিপ্ত থাকে, তারা নিজেকে নিজেরা নিমিষে শেষ হয়ে যাবে। তাই যুবা বয়সে সবসময় সচেতন হতে হবে। সামাজিক কর্মকান্ড ও সেচ্চাসেবা মূলক কাজ যুবাদের ভূমিকা শীর্ষক জনসচেতনতা মূলক প্রশিক্ষণে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা চেয়ারম্যান উহ্লাচিং মারমা এসব কথা বলেন। উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে গত বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মামুন শিবলী তাঁর সমাপনী বক্তব্যে বলেন, বিশ্বে যতদেশ উন্নয়ন কাতারে পৌঁছেছে। তবে সেদেশে যুবদের অবদান সমাজে সবচেয়ে বেশি। প্রবীণরা শুধু মরামর্শ ও উপদেশ দিতে পারে। যুব বয়সে একবার সন্ত্রাসের কাজে বা মাদকাসক্তিতে জড়িয়ে পড়লে তার জীবস ঝলসে যাবে। তাই এসময় যুবাদেও জীবনে খুব বেশি সচেতন হয়ে কাজ করতে হবে। তিনি আরো বলেন, যুবাদের গুরুত্বপূর্ণ একটা সময় হচ্ছে শিখে তা উন্নয়নের কাজে বাস্তবায়ন করতে হবে। এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা সাবাব ফারহান, পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক জমির উদ্দিন সরকার, আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মোহাম্মদ আবু সিদ্দিক, প্রাণি সম্পদ কর্মকর্তা মংক্যচিং মারমা ও প্রশিক্ষিত যুবক মংচসিং মারমা।
শুরুতে স্বাগত বক্তব্য দেন উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তর কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসেন।পরে সামাজিক কর্মকান্ড স্বেচ্ছােসবা মূলক কাজ যুবদের ভূমিকা রাখার জন্য বাছাইকৃত প্রশিক্ষিত যুবাদের অনুদানের চেক ও সনদ প্রদান করা হয়।