যুব স্বেচ্ছাসেবকরা ফ্রন্টলাইন যোদ্ধা : ডা. হাসান শাহরিয়ার

13

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম জেলা ইউনিটের উদ্যোগে যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রামের বাস্তবায়নে উপজেলা পর্যায়ে স্বেচ্ছাসেবক নিয়ে সীতাকুÐ, পটিয়া ও সাতকানিয়াতে যুব স্বেচ্ছাসেবকদের রেড ক্রস রেড ক্রিসেন্ট মৌলিক ও প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণের সনদ বিতরণ ১৯ নভেম্বর চট্টগ্রাম জেলা রেড ক্রিসেন্ট মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। সোসাইটির ম্যানেজিং বোর্ড সদস্য ও রেড ক্রিসেন্ট চট্টগ্রাম জেলা ইউনিটের ভাইস চেয়ারম্যান ডা. শেখ শফিউল আজম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হাসান শাহরিয়ার কবির। বিশেষ অতিথি ছিলেন রেড ক্রিসেন্ট সিটি ইউনিটের কার্যকরী পর্ষদ সদস্য মহসিন উদ্দীন চৌধুরী ফয়সাল, আনোয়ার আজম। যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রামের যুবপ্রধান মো. ইসমাইল হক চৌধুরী ফয়সাল স্বাগত বক্তব্য দেন। উপস্থিত ছিলেন জেমিসন রেড ক্রিসেন্ট মাতৃসদন হাসপাতালের ইনচার্জ মোস্তাফিজুর রহমান, চট্টগ্রাম জেলা ইউনিটের ইউনিট লেভেল অফিসার আব্দুর রশিদ খান, সিটি ইউনিটের ইউনিট লেভেল অফিসার মুহাম্মদ ইয়াহইয়া বখতিয়ার, প্রশাসনিক কর্মকর্তা আশরাফ-দৌল্লা সুজন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রামের যুব উপ প্রধান-২ মো. মঈনুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে ডা. হাসান শাহরিয়ার কবির বলেন, রেড ক্রিসেন্টে প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণ তাদের প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি নিজের আত্মবিশ্বাস বৃদ্ধিতে ব্যাপক ভূমিকা পালন করবে। মানবসেবায় যুব স্বেচ্ছাসেবকরা ফ্রন্টলাইন যোদ্ধা। মানবসেবার জন্য আন্তরিকতার প্রয়োজন রয়েছে। যুব স্বেচ্ছাসেবকরা স্বাস্থ্য সেবা, দুর্যোগকালীন সময়ে কাজ করে আমাদের হাতকে শক্তিশালী করবে। সভাপতির বক্তব্যে ডা. শেখ শফিউল আজম বলেন, প্রশিক্ষিত হয়ে যুব স্বেচ্ছাসেবকরা উপজেলা পর্যায়ে মানবসেবার ব্রত নিয়ে কাজ করে যাবে। ৩টি উপজেলার মোট ৯০জন প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। কৃতকার্য ও উপজেলা পর্যায়ে ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারীদের মাঝে অতিথিবৃন্দ সনদ বিতরণ করেন। বিজ্ঞপ্তি