যুব সমাজকে সাথে নিয়ে মাদক প্রতিরোধের ঘোষণা চাতরী ইউনিয়নে প্রীতি ফুটবল ম্যাচ

18

 

চাতরী ইউপি চেয়ারম্যান আফতাব উদ্দিন চৌধুরী সোহেল বলেছেন, ‘তরুন ও যুব সমাজকে সাথে নিয়ে আমার ইউনিয়নে মাদক প্রতিরোধ করব। মাদকের বিরুদ্ধে শুরু থেকেই আমি জিরো টলারেন্স। শপথ নেয়ার পর থেকে আমি যে ওয়ার্ডে গেছি সবখানে মাদকের বিরুদ্ধে কথা বলেছি। গতকাল ৬ মে সিংহরা উচ্চ বিদ্যালয় মাঠে ‘মিশুক ক্লাব ও সদানন্দ স্মৃতি পাঠাগারে’র মধ্যকার প্রীতি ফুটবল ম্যাচের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
ঝিবাশি উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ফারুক আহমদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন সিংহরা রামকানাই উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি আনন্দ মোহন চৌধুরী, বক্তব্য রাখেন সদানন্দ স্মৃতি পাঠাগারের প্রধান পৃষ্ঠপোষক সুপ্লব চৌধুরী, মিশুক ক্লাবের সাধারণ সম্পাদক মোজাম্মেল হক। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আনোয়ারা প্রেসক্লাবের সহ সভাপতি খালেদ মনছুর, মোহাম্মদ আরিফ চৌধুরী, আওয়ামীলীগ নেতা ফিরোজ খান চৌধুরী, সাইফুল্লাহ খান চৌধুরী, নাজিম খান, জমিরুল হক রুবেল, যুবলীগ নেতা সামশুল আলম, ছাত্রলীগ নেতা মোহাম্মদ এরফান আলী, ইকবাল তালুকদার প্রমুখ। খেলায় মিশুক ফুটবল একাদশ ২-০ গোলে সদানন্দ স্মৃতি পাঠাগার ফুটবল একাদশকে পরাজিত করে। খেলা শেষে অতিথিবৃন্দ পুরষ্কার বিতরণ করেন।