যুব বিশ্বকাপের সেরা একাদশে রিপন মন্ডল

79

 

শনিবার রাতেই শেষ হয়েছে অনূর্ধ্ব-১৯ ওয়ানডে বিশ্বকাপের ১৪তম আসর। টুর্নামেন্ট শেষ হবার পর ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ঘোষিত আসরের সেরা একাদশে জায়গা পেয়েছেন বাংলাদেশের একমাত্র খেলোয়াড় পেসার রিপন মন্ডল। ৬ ম্যাচে বল হাতে ১৪ উইকেট শিকার করেন এই ডান-হাতি মিডিয়াম পেসার। টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারিদের তালিকায় চতুর্থ স্থানে আছেন রিপন।
আসরে রিপনের সেরা বোলিং ফিগার ছিল গ্রুপ পর্বে কানাডার বিপক্ষে ম্যাচে ২৪ রানে ৪ উইকেট। যুব বিশ্বকাপের সেরা একাদশের অধিনায়ক চ্যাম্পিয়ন ভারতের ইয়াস ঢুল। সাথে আরও দু’জনসহ ভারতের সর্বোচ্চ তিনজন খেলোয়াড় সেরা একাদশে সুযোগ পান। দু’জন করে আছেন ইংল্যান্ড ও পাকিস্তান থেকে। অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা ও শ্রীলংকা থেকে একজন করে খেলোয়াড় নেয়া হয়েছে। দ্বাদশ ক্রিকেটার হিসেবে রাখা হয়েছে আফগানিস্তানের নূর আহমেদকে।