যুব-কিশোর-কিশোরীবান্ধব নিরাপদ নগরী গড়ার দাবি

21

‘বিশ্বে ২০৫০ সালের মধ্যে যুবদের সংখ্যা হবে অর্ধেকেরও বেশী, আগামী নেতৃত্ব তাদেরই মেধা-মননে পরিচালিত হবে। তাই নগর কেন্দ্রিক যত সহিংসতা, দূর্বিত্তায়ন, অব্যবস্থাপনা দূর করতে যুব ও কিশোর- কিশোরীদের দায়িত্ব নিতে হবে। গত ১১ ডিসেম্বর চট্টগ্রাম জেলা শিশু একাডেমি প্রাঙ্গনে ‘এডলেসেন্ট এন্ড ইয়ুথ ফোরাম’ এর উদ্যোগে আয়োজিত ‘অধিকার ও উন্নয়ন’ মেলার সমাপনি পর্বের আলোচনাসভায় অতিথিগণ উপরোক্ত মন্তব্য করেন। এডলোসেন্ট এন্ড ইয়ুথ ফোরামের সদস্য হালিমা খাতুন আঁিখর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাপনি পর্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাইট বাংলাদেশ ফোরামের প্রধান নির্বাহি উৎপল বড়ুয়া, নারী যোগাযোগ কেন্দ্র; চট্টগ্রাম মহানগরের আহব্বায়ক সালমা জাহান মিলি, উৎস’র কার্যনির্বাহি পরিষদ সদস্য আহমদ কবীর ও এলায়েন্স অব আরবান ডিপিও’স ইন চিটাগাং (এইডিসি)র সভাপতি সাফিয়া বেগম। বিজ্ঞপ্তি