যুবলীগ নেতা হতে সিভি জমার হিড়িক

5

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম দক্ষিণ, উত্তর ও নগর যুবলীগের সম্মেলন ২৮-৩০ মে। সম্মেলনকে কেন্দ্র করে দুই দফা সিভি জমা নেয়া হয়েছে। প্রথম ধাপে সভাপতি ও সাধারণ সম্পাদক পদ প্রত্যাশী নেতাদের সিভি জমা নেয়া হয়েছে। গতকাল পর্যন্ত সভাপতি ও সাধারণ সম্পাদক ব্যতীত অন্যান্য পদপ্রত্যাশীদের সিভি জমা নেয়া হয়েছে। তবে গতকাল রাত ৯টা পর্যন্তও সিভি জমা দিতে যুবলীগের কেন্দ্রীয় কার্যালয়ে ভিড় করে আছেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
দলীয় সূত্র জানায়, সভাপতি ও সম্পাদক পদে ইতোমধ্যে মহানগরে সভাপতি ও সাধারণ সম্পাদক হতে ১০৭ জন, উত্তর জেলায় ২৯ জন, দক্ষিণ জেলায় ৪৫ জন জীবনবৃত্তান্ত জমা দিয়েছেন। জীবনবৃত্তান্ত জমা দেয়া নেতাদের মধ্যে গত কমিটিতে ছিলেন এমন নেতাও আছেন।
যুবলীগ কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান মাসুদ পূর্বদেশকে বলেন, ‘রবিবার রাত ১টা পর্যন্ত সিভি জমা নেয়া হয়েছে। আজকেও (সোমবার) অনেক রাত পর্যন্ত সিভি জমা নিতে হবে। প্রচন্ড ভিড়। যে কারণে আজকে কতজন সিভি জমা দিয়েছে তা বলা যাবে না। কালকেই (আজ) জানানো হবে।’
গতকাল দক্ষিণ জেলা যুবলীগের পদে আসতে জীবনবৃত্তান্ত জমা দেয়া এক নেতা বলেন, ‘আমি সিভি জমা দেয়ার পর সিল মেরে যে সিভি নম্বর দেয়া হয়েছে সেটি ২০০ নম্বরের পরে। কেন্দ্রীয় কার্যালয়ে অনেক পদপ্রত্যাশী ভিড় করেছে।’ নগর যুবলীগের পদপ্রত্যাশী আরেক নেতা বলেন, ‘আমি সিভি জমা দিয়েছি ৫০০ নম্বরের পরে। সিভি জমা দেয়ার হিড়িক দেখে বুঝতে পারছি না আদৌ কমিটিতে আসতে পারবো কিনা। যারা যোগ্য নয়, তারাও সিভি জমা দিয়েছে।’