যুবকে ক্ষতিগ্রস্ত জনকল্যাণ সোসাইটির কর্মী সমাবেশ

21

যুবকে ক্ষতিগ্রস্ত সাড়ে তিন লাখ গ্রাহকের পাওনা পরিশোধের বিষয়ে আন্তঃমন্ত্রণালয়ের নেয়া উদ্যোগ দ্রæত বাস্তবায়নের দাবি জানিয়েছেন। যুবকে ক্ষতিগ্রস্ত জনকল্যাণ সোসাইটির উদ্যোগে গত ২০ নভেম্বর ক্ষতিগ্রস্তরা চট্টগ্রাম প্রেস ক্লাব মিলনায়তনে কর্মী সমাবেশের আয়োজন করা হয়। মো. আব্দুল বারেক বারীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন যুবকে ক্ষতিগ্রস্ত জনকল্যাণ সোসাইটির সাধারণ সম্পাদক মো. মাহমুদ হোসেন মুকুল। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সোসাইটির সহ-সভাপতি মোঃ রুহুল আমীন খান, সোসাইটির কেন্দ্রীয় সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক ডা. আবুল খায়ের, সহ দপ্তর সম্পাদক মো. আইয়ুব আলী। সভায় প্রধান অতিথি বলেন, সারাদেশে যুবকের ৬ হাজার কোটি টাকার ঊর্ধ্বে সম্পদ আছে। ক্ষতিগ্রস্ত গ্রাহকের পাওনা প্রায় আড়াই হাজার কোটি টাকা। তার মধ্যে চট্টগ্রাম বিভাগের ক্ষতিগ্রস্তদের পাওনা ৭ শত কোটি টাকা। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলার নবগঠিত বিভিন্ন থানা ভিত্তিক কমিটির নেতৃবৃন্দ। বিজ্ঞপ্তি