যুদ্ধ জয়ের মাস শওকত আলী

21

শত্রূরা এসেছে শহর নগর গাঁয়ে
ট্যাংক চলে,মিলিটারি ডানে-বাঁয়ে
নির্বিচারে গুলি চালায় তাঁরা বুকে
মুক্তি সেনা বীরবলে চলে সম্মুখে।

একাত্তরে অধীনতার কাছে বন্দি দেশ
দীর্ঘ ন’মাস যুদ্ধ! কি উত্তাল পরিবেশ
শেখ মুজিবের বজ্র দীপ্ত আহবানে
তিরিশ লক্ষ শহীদের রক্তের দানে।

বিশ্ব মানচিত্রে স্বাধীন দেশে কি উল্লাস-
ডিসেম্বর আমাদের যুদ্ধ জয়ের মাস।