যুদ্ধে সবচেয়ে বড় বন্দি বিনিময় রাশিয়া-ইউক্রেনের

7

যুদ্ধের সাত মাসে সবচেয়ে বড় বন্দি বিনিময়ের ঘটনা ঘটলো রাশিয়া ও ইউক্রেনের মধ্যে। দুই দেশের ৩০০ বন্দি বিনিময়ের ঘটনা ঘটেছে। মুক্তি প্রাপ্তদের মধ্যে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং মরক্কোর নাগরিক রয়েছে। খবর আল জাজিরার। তারা ইউক্রেনে বন্দি হয়েছিলেন। তাদের বিরুদ্ধে যুদ্ধে ভাড়া খাটার অভিযোগ এবং মৃত্যুদÐ দেওয়া হয়েছিল। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়া ২১৫ জন ইউক্রেনীয় বন্দিকে মুক্তি দিয়েছে, যার মধ্যে পাঁচজন কমান্ডার রয়েছেন।
বিনিময়ে ৫৫ জন রুশ নাগরিক এবং মস্কোপন্থী ইউক্রেনীয় ভিক্টর মেদভেদচুককে ফেরত পাঠিয়েছে কিয়েভ। মেদভেদচুক একটি নিষিদ্ধ রুশপন্থী দলের নেতা এবং রাষ্ট্রদ্রোহের অভিযোগের মুখোমুখি। বন্দি বিনিময়ের এই চুক্তিতে সহায়তা করেছে সৌদি আরব এবং তুরস্ক। সহযোগিতার জন্য তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়নকে বিশেষভাবে ধন্যবাদ জানান প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এক ভিডিও বার্তায় তিনি বলেন, ‘এটি আমাদের রাষ্ট্র এবং সমাজের জন্য একটি বিজয়। ২১৫ টি পরিবার তাদের ভালোবাসার প্রিয় মানুষগুলোকে দেখতে পাবে। নিখোঁজ অথবা প্রাণ হারানো প্রত্যেক ইউক্রেনীয় নাগরিককে আমরা স্মরণ করি। সবাই বাঁচানোর চেষ্টা করছি।’