যুক্তরাষ্ট্র সীমান্তের কাছ থেকে ২০টি মরদেহ উদ্ধার করলো মেক্সিকো

51

যুক্তরাষ্ট্র সীমান্তবর্তী মেক্সিকান শহর নুয়েভো লারেডোর কাছ থেকে ২০টি মরদেহ উদ্ধার করেছে মেক্সিকো কর্তৃপক্ষ। এরমধ্যে ১৭টি মরদেহই আগুনে পুড়ে যাওয়া। মৃতদেহগুলোর কাছাকাছি এলাকা থেকে আগুনে পুড়ে যাওয়া পাঁচটি গাড়িও উদ্ধার হয়েছে। মেক্সিকোর নিরাপত্তা কর্মকর্তাকে উদ্ধৃত করে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এসব কথা জানিয়েছে। যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের রিওগ্রান্ডে সীমান্তের অপর পাশে মেক্সিকোর মিগুয়েল আলেমান শহরটির অবস্থান। তামাউলিপাস মেক্সিকোর সহিংসতম রাজ্যগুলোর একটি। মাদক পাচার রোধ করতে সেখানে প্রায়ই মাদক গ্যাংগুলোর সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষ হয়। তাছাড়া সেখানে অভিবাসী শোষণ ও চাঁদাবাজি ঠেকাতেও চলে লড়াই। ৯ জানুয়ারি মিগুয়েল আলেমান শহর থেকে ২০টি মরদেহ ও পাঁচটি দগ্ধ গাড়ি উদ্ধার হয়। মিয়ানমার কর্তৃপক্ষ এক বিবৃতিতে এ কথা জানিয়েছে। তবে এ ব্যাপারে বিস্তারিত জানায়নি তারা।