যুক্তরাষ্ট্র-তালেবান চুক্তি ‘কাবুলের পতন ত্বরান্বিত করেছে’

3

তালেবানের হাতে আফগানিস্তানের নিয়ন্ত্রণ চলে যাওয়ার পেছনে গোষ্ঠীটির সঙ্গে ট্রাম্প প্রশাসনের চুক্তি প্রভাবকের ভূমিকা পালন করেছে বলে মনে করছেন যুক্তরাষ্ট্রের শীর্ষ প্রতিরক্ষা কর্মকর্তারা। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের প্রধান হিসেবে আফগানিস্তান থেকে সেনা ও নাগরিক প্রত্যাহার কার্যক্রম তদারক করা জেনারেল ফ্রাঙ্ক ম্যাককেনজি বলেছেন, ওই চুক্তি আফগান সরকার ও সামরিক বাহিনীর ওপর ‘সত্যিই ক্ষতিকর প্রভাব’ রেখেছে। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন সহমত পোষণ করে বলেছেন, চু্ক্িতটি তালেবানকে ‘আরও শক্তিশালী’ হতে সাহায্য করেছে। বুধবার যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের আর্মড সার্ভিস কমিটির কাছে দেওয়া সাক্ষ্যে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এই কর্মকর্তারা এসব মন্তব্য করেন, জানিয়েছে বিবিসি। তথাকথিত ওই দোহা চুক্তিটি ২০২০ সালের ফেব্রুয়ারিতে স্বাক্ষর করা হয় এবং তাতে আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্রের সেনা প্রত্যাহারের একটি তারিখ নির্ধারণ করা হয়েছিল।
সেনা প্রত্যাহারের তারিখের পাশাপাশি দোহা চুক্তিতে তালেবানকে যুক্তরাষ্ট্র ও এর মিত্রদের হুমকি দেওয়া থেকে আল কায়েদার মতো জঙ্গি গোষ্ঠীগুলোকে বিরত রাখার পদক্ষেপ নেওয়ার শর্তও বেঁধে দেওয়া হয়েছিল।