যুক্তরাষ্ট্রে চার্চে গুলি, নিহত ৩

10

যুক্তরাষ্ট্রের একটি চার্চে গুলির ঘটনা ঘটেছে। প্রার্থনার সময় গুলির ঘটনায় দুই জন নিহত হয়েছেন। রবিবার স্থানীয় সময় বেলা ১২টার একটু আগে টেক্সাসের ওই চার্চে গুলি চালায় বন্দুকধারী।
এসময় চার্চের নিরাপত্তারক্ষীর গুলিতে ওই হামলাকারীও নিহত হয়েছেন। টেক্সাসের ফোর্ট ওর্থের উপকণ্ঠে হোয়াইট সেটেলমেন্টের ওয়েস্ট ফ্রিওয়ে চার্চ অব ক্রাইস্টের এদিনের প্রার্থনাটি সামাজিক যোগাযোগ-মাধ্যমে সরাসরি স¤প্রচার হচ্ছিল। এর মধ্যেই বন্দুকধারী চার্চের ভেতরে একটি বেঞ্চ থেকে উঠে দাঁড়িয়ে এক ব্যক্তি দুই ব্যক্তিকে লক্ষ্য করে তার শটগান থেকে গুলি ছোড়েন। এতে ওই দুইজন আহত হন। পরে হাসপাতালে তারা নিহত হন। সঙ্গে সঙ্গে একটু দূরে দাঁড়িয়ে থাকা নিরাপত্তারক্ষীর গুলিতে ওই বন্দুকধারী মাটিতে পড়ে যান।
ভিডিওতে চার্চের আরও অনেক সদস্যকে বন্দুকধারীর দিকে পাল্টা বন্দুক তাক করতে দেখা গেলেও তাদের কেউ গুলি ছুড়েছিলেন কি না, তা নিশ্চিত হওয়া যায়নি। হামলার বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি কর্তৃপক্ষ।
পুলিশ এ নিয়ে তদন্ত শুরু করেছে। হোয়াইট সেটেলমেন্টের পুলিশপ্রধান জেপি বেভারিং বন্দুকধারীকে মোকাবেলায় চার্চের নিরাপত্তা রক্ষায় নিয়োজিত স্বেচ্ছাসেবকদের ভূমিকার প্রশংসা করেছেন।