যুক্তরাষ্ট্রের হাসপাতালে করোনা রোগীর সংখ্যা এক লাখ ৩৮ হাজার ছাড়িয়েছে

5

 

যুক্তরাষ্ট্রের হাসপাতালগুলোতে ভর্তি হওয়া করোনা রোগীর সংখ্যা এক লাখ ৩৮ হাজার ছাড়িয়েছে। কোভিডের অধিক সংক্রমণ ক্ষমতাসম্পন্ন ওমিক্রন ভ্যারিয়েন্টের প্রাদুর্ভাবের মধ্যেই শনিবার দেশটিতে এ সংখ্যা এক লাখ ৩৮ হাজার ৭৩-এ পৌঁছেছে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম ফোর্বস।
প্রতিবেদনে বলা হয়, নতুন করে কোভিড নিয়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগীর হার এরইমধ্যে গত শীতের করোনা ঢেউয়ের সময়কার রেকর্ডের কাছাকাছি পৌঁছেছে। অথচ গত বছরের ওই সময়ে প্রাপ্তবয়স্কদের জন্য ভ্যাকসিন বিতরণের বিষয়টি প্রাথমিক পর্যায়ে ছিল। কিন্তু গত এক বছরে সেই পরিস্থিতির ঢের উন্নয়ন হয়েছে। ইউএস ডিপার্টমেন্ট অব হেলথ অ্যান্ড হিউম্যান সার্ভিসেস-এর তথ্য অনুযায়ী, দেশটিতে মোট ২২ হাজার ৩৯৪ জন কোভিড রোগী নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ)-তে রয়েছেন।