যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট ট্রাম্পের কর-বিবরণী দেখতে পারবেন প্রসিকিউটররা

38

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আর্থিক বিবরণী পরীক্ষা করতে পারবেন নিউ ইয়র্কের প্রসিকিউটররা। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট এই রুল জারি করেছে। তবে সংশ্লিষ্ট আরেকটি মামলার ক্ষেত্রে এই তথ্য কংগ্রেসের সঙ্গে বিনিময় করা যাবে না বলে রুল জারি করেছে। উত্তরসূরিদের মতো আয়কর বিবরণী প্রকাশ না করায় চাপের মুখে রয়েছেন ট্রাম্প।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এখবর জানিয়েছে। ট্রাম্পের আইনজীবীরা যুক্তি তুলে ধরে আদালতে বলেছেন, প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনের তিনি সম্পূর্ণ দায়মুক্তি ভোগ করেন এবং তার আর্থিক তথ্য পরীক্ষার কোনও এখতিয়ার নেই কংগ্রেসের। প্রতিনিধি পরিষদে ডেমোক্র্যাটদের নিয়ন্ত্রণে থাকা দুটি কমিটি ও নিউ ইয়র্ক ডিসট্রিক্ট অ্যাটর্নি সাইরাস ভ্যান্স– যিনিও একজন ডেমোক্র্যাট, ট্রাম্পের আয়কর বিবরণী প্রকাশের দাবি করেছেন। যাতে করে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্প স্বার্থের সংঘাত আইন লঙ্ঘন করছেন না বলে নিশ্চিত হওয়া যাবে। রিপাবলিকান ট্রাম্প কোনও বেআইনি কাজ করার কথা অস্বীকার করেছেন এবং তার বিরুদ্ধে তদন্তকে ডাইনি খোঁজা হিসেবে অভিহিত করেছেন। আদালতের রুল জারির পর একাধিক টুইট বার্তায় ট্রাম্প বলেছেন, সুপ্রিম কোর্ট মামলাটি নিম্ন আদালতে পাঠিয়েছে, যুক্তি-তর্ক চলবে। এটি রাজনৈতিক নিপীড়ন।