যুক্তরাষ্ট্রবাসীকে অনেক মৃত্যুর মুখোমুখি দাঁড়াতে হবে: ট্রাম্প

27

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের নাগরিকদেরকে করোনাভাইরাস মহামারির আসন্ন ভয়াবহতা নিয়ে সতর্ক করেছেন। বলেছেন, করোনা পরিস্থিতির ‘সবচেয়ে কঠিন সপ্তাহ’ সামনে পার করতে হবে। সেসময় অনেক মানুষকে প্রাণ হারাতে হতে পারে, এমন আশঙ্কা জানিয়ে সবাইকে প্রস্তুতি নিতে বলেছেন তিনি। শনিবার (৪ এপ্রিল) হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে এমন সতর্ক বাণী উচ্চারণ করেন ট্রাম্প। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। ২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান থেকে ছড়িয়ে পড়ে করোনা ভাইরাস। উৎপত্তিস্থল চীনে ৮০ হাজারেরও বেশি মানুষ আক্রান্ত হলেও সেখানে ভাইরাসটির প্রাদুর্ভাব কমে গেছে। আক্রান্ত ও মৃতের সংখ্যায় চীনকে ছাড়িয়ে গেছে যুক্তরাষ্ট্র। রবিবার সকাল নাগাদ জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের দেওয়া পরিসংখ্যানে যুক্তরাষ্ট্রে নভেল করোনভাইরাসে আক্রান্তের সংখ্যা তিন লাখ ১২ হাজার ২৩৭ জন, মৃতের সংখ্যা আট হাজার ৫০১ জন ও সুস্থ হওয়া রোগীর সংখ্যা ১৪ হাজার ৯৯৭ জন।
শনিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক সংবাদ সম্মেলনে সতর্ক করেন, যুক্তরাষ্ট্রের জন্য সামনে আরও কঠিন সময় অপেক্ষা করছে। তিনি বলেন, ‘এই সপ্তাহ ও আগামী সপ্তাহের মধ্যবর্তী সময়টি সবচেয়ে কঠিন সময় হতে পারে। দুর্ভাগ্যজনকভাবে এ সময়ে অনেক মানুষের মৃত্যু হতে পারে। ব্যবস্থা না নিলে যত মানুষের মৃত্যু হতে পারতো তার চেয়ে অনেক কম মানুষ মারা যাবে ঠিকই, তবে প্রাণহানি হবেই।’
ট্রাম্প আরও বলেন, ‘আমাদের সামনে এমন সময় আসছে যা খুব ভয়ঙ্কর হতে পারে। আমরা কখনও এতো বেশি সংখ্যক মৃত্যু দেখিনি। সম্ভবত প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ কিংবা এ ধরনের যুদ্ধ পরিস্থিতির মধ্যেও না।’
ট্রাম্প জানান, এ ভাইরাসকে কঠোরভাবে মোকাবিলার জন্য করোনা কবলিত অঙ্গরাজ্যগুলোতে বিপুল মাত্রায় সামরিক সহায়তা দিতে কাজ করছে তার প্রশাসন। হাজার হাজার সেনা, চিকিৎসক, নার্সকে যুক্ত করার কাজ চলছে। শুধু নিউ ইয়র্কেই ১০০০ সেনা মোতায়েন করা হবে বলে জানিয়েছেন তিনি।