যুক্তরাষ্ট্রকে সতর্ক করলো রাশিয়া

21

যুক্তরাষ্ট্রের তরফে রাশিয়ার কোনও সম্পদ বাজেয়াপ্ত করা হলে ওয়াশিংটনের সঙ্গে মস্কোর সম্পর্কের ইতি ঘটবে। এমন সতর্কবার্তা উচ্চারণ করেছে রাশিয়া। গতকাল এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে আল জাজিরা। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেছেন, যুক্তরাষ্ট্র কর্তৃক রুশ সম্পদের যে কোনও সম্ভাব্য জব্দের ঘটনা দুই দেশের সম্পর্ককে সম্পূর্ণরূপে ধ্বংস করে দেবে। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের উত্তর আমেরিকা বিভাগের প্রধান আলেকজান্ডার দারচিভ সংবাদমাধ্যম তাস-কে বলেন, ‘আমরা এই ধরনের কর্মকাÐের ক্ষতিকর প্রভাব সম্পর্কে আমেরিকানদের সতর্ক করছি। এটি দ্বিপাক্ষিক সম্পর্ককে স্থায়ীভাবে ক্ষতিগ্রস্ত করবে।