যুক্তরাষ্ট্রকে জানিয়েই ইরানের সঙ্গে সৌদির আলোচনা

18

আন্তর্জাতিক ডেস্ক

ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপনে শুরু থেকেই যুক্তরাষ্ট্রকে জানিয়ে এসেছে সৌদি আরব। শুক্রবার (১০ মার্চ) এক বিবৃতিতে হোয়াইট হাউজের মুখপাত্র জন কিরবি এ কথা জানান। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। কিরবি বলেন, ‘চীনের মধ্যস্থতার জন্য বেশ কয়েক দফা আলোচনায় বসেছে দেশ দুটি। কখনও আলোচনা হয়েছে বাগদাদে, কখনও বা ওমানে। যুক্তরাষ্ট্র বরাবরই এ আলোচনাকে সমর্থন করে এসেছে।’ তিনি বলেন, ‘সৌদিরা এ আলোচনার বিষয়ে শুরু থেকেই আমাদের জানিয়ে আসছেন। যেমনটা আমাদের বিষয়ে তাদের জানাই। তবে তাদের মধ্যস্থতায় আমরা সরাসরি জড়িত ছিলাম না।’ কিরবি বলেন, ‘অভ্যন্তরীণ ও বাহ্যিক চাপ এবং ইরানের আগ্রাসনের বিরুদ্ধে সৌদি প্রতিরোধের মুখে শেষ পর্যন্ত ইরান মধ্যস্থতার সিদ্ধান্ত নিয়েছে।’ কিরবি আরও বলেন, ‘ইরান-সৌদি ছাড়া যেকোনও অঞ্চলের উত্তেজনা কমানোর সব রকম প্রচেষ্টাকে যুক্তরাষ্ট্র সমর্থন করে।’