যানজট ও জলজটে বিপর্যস্ত মানুষ মুক্তি চায় : সুজন

41

যানজট ও জলজট থেকে এলাকাবাসীকে মুক্তি দিতে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল জুলফিকার আজিজের প্রতি আহবান জানিয়েছেন মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি খোরশেদ আলম সুজন। তিনি বুধবার সকাল ১১টায় বন্দর-পতেঙ্গার ৬ ওয়ার্ডের আওয়ামী লীগের নেতৃবৃন্দের সমন্বয়ে চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যানের সাথে তার দফতরে মতবিনিময় সভায় এ মত প্রকাশ করেন।
সুজন বলেন, আমাদের বাপ দাদার ভিটে মাটির ওপর চট্টগ্রাম বন্দর প্রতিষ্ঠিত। ভৌগলিক কারণে এখানে চট্টগ্রাম বন্দর প্রতিষ্ঠিত হয়েছে। বন্দর কেন্দ্রিক যানজটের কারণে এই এলাকার মানুষের জীবনযাত্রা স্থবির হয়ে পড়েছে। বিভিন্ন স্থাপনা এবং অবকাঠামো নির্মাণের কারণে আমরা এখন জলাবদ্ধতার শিকার। বিভিন্ন এলাকায় পানি নিস্কাশনের যে খালগুলো পূর্বে ছিল সেগুলো ভরাট হয়ে ক্রমান্বয়ে নালায় পরিণত হয়েছে। বন্দরের স্কুল কলেজে এলাকার ছেলেমেয়েদের ভর্তির সুযোগ খুবই অল্প। বন্দরের হাসপাতালেও এলাকার জনসাধারণের চিকিৎসা সেবার সুযোগ নেই বললেই চলে। তাছাড়া দীর্ঘদিন ধরে চট্টগ্রাম বন্দরে চাকুরির নিয়োগও বন্ধ। চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় বিশেষ করে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর সড়কে স্থাপিত অফডক কন্টেইনার ইয়ার্ডগুলোর জন্য কার্যত ঐ সকল এলাকার জনগনের জীবন যাত্রা অচল হয়ে পড়েছে। অফডক ইয়ার্ডগুলোর ভারী যানবাহন তথা কন্টেইনার লরি, ট্রাক এবং কাভার ভ্যানের কারণে বিমানবন্দর সড়কটি প্রতিদিন ঘন্টার পর ঘন্টা অবরুদ্ধ হয়ে থাকে। তাছাড়া চট্টগ্রাম বন্দর, কাস্টম, সিইপিজেড, কেইপিজেডসহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে প্রতিদিন বিপুল সংখ্যক বিদেশী নাগরিক আসা যাওয়া করে। অফডক ইয়ার্ড কেন্দ্রিক যানজটের কারণে বিদেশী নাগরিকরা চট্টগ্রামে আসতে অনীহা প্রকাশ করছে। এতে করে ব্যবসা বাণিজ্যের উপর বিরূপ প্রতিক্রিয়া লক্ষ্য করা যাচ্ছে। এভাবে চলতে থাকলে চট্টগ্রাম ব্যবসাশুন্য নগরীতে পরিণত হবে। যার প্রভাব পড়বে জাতীয় অর্থনীতিতে।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল জুলফিকার আজিজ, (ই) পিএসসি, বিএন বলেন, প্রতিটি দাবি গুরুত্বের সাথে বিবেচনা করবে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। তবে গত কয়েকদিনের ভয়াবহ যানজটের সাথে বন্দর কর্র্তৃপক্ষ কোনভাবেই দায়ী নয়। নগরীতে বিভিন্নভাবে সেবা সংস্থাসমূহ উন্নয়ন কর্মকান্ড পরিচালনা করছে। বৃষ্টিতে রাস্তাঘাটে খানা খন্দের সৃষ্টি হয়েছে। ফলে স্বাভাবিক নিয়মে গাড়ী চলাচল করতে পারছে না।
এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব মো. ওমর ফারুক, আওয়ামী লীগ নেতা জহুর আহমদ কোম্পানী, নূরুল আলম, কামরুল হাসান ভুলু, রোটারিয়ান মো. ইলিয়াছ, হাজী হারুনুর রশীদ, মো. আবু তাহের, মো. ইলিয়াছ, চট্টগ্রাম বন্দর কর্মচারী পরিষদ (সিবিএ) এর সভাপতি আবুল মনছুর, কার্যকরী সভাপতি মো. আজিম, সহ-সভাপতি মোকারম হোসাইন, যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুস ছাদেক নান্না, সহ-সাধারণ সম্পাদক নাছির চৌধুরী, কার্যনির্বাহী সদস্য আশীষ কান্তি মুহুরী প্রমুখ। বিজ্ঞপ্তি