‘ম্যানেজমেন্ট বিভাগের চবিয়ানরা দেশের উন্নয়নে অবদান রাখছে’

2

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের ৫০ বছর পূর্তি অনুষ্ঠান আজ শনিবার উদ্যাপন করা হবে। সকালে চবির ক্যাম্পাসে ও বিকালে দ্য কিং অব চিটাগাং-এ চলবে রাত অবধি অনুষ্ঠান।
দেশের উচ্চশিক্ষার প্রাচীনতম বিদ্যাপীঠ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের সাবেক শিক্ষার্থীদের উদ্যোগে সারাদেশের সাবেক চবিয়ানদের নিয়ে অনুষ্ঠিত হবে এই মিলনমেলা। এ উপলক্ষে গতকাল শুক্রবার চট্টগ্রাম প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এসময় আয়োজক কমিটির সদস্য সচিব ড. মোয়াজ্জেম হোসেন, আহŸায়ক জসিম উদ্দিন চৌধুরী, আবু মোহাম্মদ আতিকুর রহমান, চেয়ারম্যান ম্যানেজমেন্ট বিভাগ চবি ও সমন্বয়কারী সুবর্ণজয়ন্তী, প্রফেসর ড. আ ফ ম আওরঙ্গজেব, ভিসি বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়, প্রফেসর তফজল হক, অর্থ সম্পাদক সুবর্ণজয়ন্তী, প্রফেসর ড. সেলিনা আক্তার ভিসি, রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও আহবায়ক মিডিয়া কমিটি, মোহাম্মদ রোসাঙ্গীর, সাবেক ডিএমডি, ব্যাংক এশিয়া, সুবর্ণজয়ন্তীর কো-আহŸায়ক আ ন ম ওয়াজেদ আলী, এডভোকেট তসলিমুল আলম, সদস্য, মিডিয়া কমিটি সহ অতিথিবৃন্দ বক্তব্য দেন। বক্তারা বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বাংলাদেশে উচ্চশিক্ষার অন্যতম গুরুত্বপূর্ণ দ্বিতীয় বৃহত্তম বিদ্যাপীঠ হিসেবে স্বীকৃত। এই বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগ হতে ৫০ বছরে সৃষ্টি হয়েছে হাজারো জ্ঞানী-গুণী ও আলোকিত মানুষ। দেশ-বিদেশে দেশের উন্নয়নে অবদান রাখছে এই বিভাগের হাজারো সাবেক শিক্ষার্থী। প্রায় ২২০০ এলামনি, ৭০০ এর মত বর্তমান ছাত্রছাত্রীসহ মোট ৪০০০ এর অধিক অংশগ্রহণকারী উৎসবে যোগদান করবে। সকাল ৮টায় ষোলশহর থেকে শাটল ট্রেন ও বাসযোগে ক্যাম্পাসের উদ্দেশ্যে রওনা হবেন সবাই। ক্যাম্পাসে সকাল ৯ টায় জিরো পয়েন্ট থেকে র‌্যালি নিয়ে শহীদ মিনার প্রাঙ্গণে উপস্থিত হওয়ার পর সেখানে সুবর্ণজয়ন্তীর আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে ভিসি, প্রো-ভিসি ও আমন্ত্রিত অতিথিদের উপস্থিতিতে। বিজ্ঞপ্তি