‘ম্যানইউর বিপক্ষে বার্সার অনেক কিছু হারানোর আছে’

51

কোয়ার্টার ফাইনালে বার্সেলোনার বিপক্ষে ম্যানইউকে আন্ডারডগ মনে করছেন জেস্পার ওলসেন। তবে সাবেক রেড ডেভিল উইঙ্গারের মতে, এই ম্যাচে বেশি চাপে থাকবে বার্সেলোনা। ওলসেনের বিশ্বাস, চ্যাম্পিয়নস লিগের এই লড়াইয়ে অনেক কিছু হারানোর ভয় ম্যানইউর চেয়ে বার্সেলোনার বেশি। আজ বুধবার রাতে ওল্ড ট্র্যাফোর্ডে মুখোমুখি হবে দুই দল।
প্যারিস সেন্ত জার্মেইর বিপক্ষে ম্যানইউর ঘুরে দাঁড়ানো জয়ে ভালো কিছুর বিশ্বাস জন্মেছে ওলসেনের মনে। বার্সাকে হারানো সম্ভব কিনা প্রশ্নে সাবেক ইউনাইটেড উইঙ্গার বলেছেন, ‘অবশ্যই সম্ভব। এটা দুই ম্যাচের খেলা, তাই নয় কি?’ বার্সাকে এগিয়ে রাখলেও ম্যানইউর প্রতি আস্থা আছে ওলসেনের, ‘বার্সেলোনার দারুণ অভিজ্ঞতা রয়েছে। কিন্তু আমি মনে করি না এটা অসম্ভব। কিন্তু খুব কঠিন হবে ম্যাচটা, অনেক বেশি খাটতে হবে। এই পর্যায়ে এসে যে কোনও দল অপ্রতিরোধ্য থাকে। আমি মনে করি এই লড়াইয়ে ম্যানইউ আন্ডারডগ। তাই তাদের জেতার অনেক কিছু আছে এবং বার্সেলোনার আছে অনেক কিছু হারানোর।’