ম্যাচ সেরার অদ্ভুত পুরস্কার

35

‘ম্যান অব দ্য ম্যাচ’ পুরস্কার মানেই বিশেষ কিছু। বেশিরভাগ ম্যাচসেরাকেই দেওয়া হয় আর্থিক পুরস্কার। তবে ইউরোপিয়ান ফুটবল লিগগুলোতে ম্যাচ সেরার হাতে তুলে দেওয়া হয় দামি পানীয়র বোতল। কিন্তু এবার ম্যাচ সেরার পুরস্কারে যা দেখা গেলো তা শুধু অদ্ভুতই নয় বেশ হাস্যকরও বটে।
মালাওয়াইর ফুটবল লিগে ম্যাচ সেরার হাতে তুলে দেওয়া হলো একটি জলজ্যান্ত বন মুরগী। এই পুরস্কার পেয়ে ম্যাচ সেরা হাসান কারোজোগকিকে খুব একটা অখুশিও দেখা গেলো না। মুরগী হাতে বেশ হাসি মুখেই ছবিও তুলেছেন।
তবে আফ্রিকান লিগগুলোতে এমন পুরস্কার নতুন কিছু নয়। জিম্বাবুইয়ান অনেক লিগেই ম্যাচ সেরাকে দেওয়া হয় এক কেস বিয়ার। এর থেকেও হাস্যকর পুরস্কার পান ঘানাইয়ান লিগ সেরারা। বেশিরভাগ ম্যাচ সেরার হাতেই তুলে দেওয়া হয় এক জোড়া স্যান্ডেল। বতসোয়ানা লিগে সেরা খেলোয়াড় পান ঘরের বাজার-সদাই!
তবে অদ্ভুত পুরস্কারের নজির বাংলাদেশেও আছে। ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে ম্যান অব দ্য ম্যাচের হাতে রাইস কুকার, ইস্ত্রি, বেøন্ডার দেওয়ার নজিরও রয়েছে।