মৌলিক রাজনীতি চর্চা ও অসাম্প্রদায়িক চেতনায় পথিকৃৎ ছিলেন এমএ আজিজ

119

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ট সহচর, একদফার প্রবক্তা, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, চট্টল শার্দুল মরহুম এমএ আজিজের ৪৯তম মৃত্যুবার্ষিকীতে মরহুমের কবর প্রাঙ্গণে অবিনাশী ৭১ মুক্তিযুদ্ধ ও প্রয়াত নেতা সন্তান পরিষদ এর উদ্যোগে পুস্পমাল্য অর্পণ, কবর জিয়ারত, মিলাদ মাহফিল ও সংক্ষিপ্ত আলোচনা সভা গত ১১ জানুয়ারি অনুষ্ঠিত হয়েছে। মো. রেদোয়ানের সভাপতিত্বে ও আবু তৈয়ব ছিদ্দিকীর সঞ্চালনায় আলোচনা সভায় উপস্থিত ছিলেন মরহুমের সুযোগ্য সন্তান চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য ও অবিনাশী ৭১ মুক্তিযুদ্ধ ও প্রয়াত নেতা সন্তান পরিষদ এর সম্মানিত সভাপতি সাইফুদ্দিন খালেদ বাহার।
ক্তব্যের শুরুতে মরহুমের স্মরণে এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়। মরহুমের স্মৃতিচারণে উপস্থিত ছিলেন পারভেজ মান্নান, ইমরান মিয়া চৌধুরী, তাজিব সুলতান, মোহাম্মদ জহির, আসাদুজ্জামান খান, ভাস্কর চৌধুরী, সরফুদ্দিন রাজু, ওয়াহিদুল আলম শিমুল, যুবনেতা সিজার বড়–য়া, মোহাম্মমদ নিজাম উদ্দিন সুলতান, রাজেশ ইমরান, রুবা আহসান, জুলকার নাঈম মাহমুদ সুমন, আরাফাতুল মান্নান ঝিনুক, ইফতিয়াজ সাঈদ সর্দ্দার, আবদুল আল মামুন, আরশাদুল আলম, জয়নুদ্দিন জয়, বাবু দে, মহিউদ্দিন মহিম, সালাউদ্দিন সজীব, তামিম মান্নান, মোহাম্মদ মনির, মোহাম্মদ জাবেদ, মোহাম্মদ ওয়াজেদ, নাহিদুল ইসলাম মজুমদার, জিয়াউল হক, জাহিদ ওমর সাত্তার, সাজেদুল ইসলাম, কামরুজ্জামান, রিফাত চৌধুরী, শাহাদাত হোসেন বাপ্পী, সাজ্জাদ আলী ইভান, সিরাজুল মনির, সাইমুন প্রমুখ। সভায় বক্তারা বলেন, আওয়ামী লীগের ক্লান্তিলগ্নে জননেতা এমএ আজিজ নির্ভীক সৈনিকের মত বঙ্গবন্ধুর নির্দেশে চট্টগ্রামের রাজনীতিতে সুদৃঢ় অবস্থান সৃষ্টিতে তাঁর কর্মযজ্ঞ চালিয়ে গেছেন। তিনি ছিলেন নির্ভীক ও নিলোর্ভী। চট্টলার সর্বস্তরের জনতার আস্থাভাজন। মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠায় তাঁর আত্মত্যাগ ছিল অবিস্মরণীয়। শুদ্ধ, মৌলিক রাজনীতি চর্চা ও অসাম্প্রদায়িক চেতনায় পথিকৃৎ ছিলেন এম. এ আজিজ। তাঁর অদম্য সাহস এবং বঙ্গবন্ধুর আদর্শের প্রতি অবিচল আস্থায় তিনি একজন বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্বে পরিণত হয়েছিলেন। তিনি বাঙালি জাতীয়তাবাদী দর্শনে তাড়িত হয়ে দলীয় ও সাংগঠনিক কাঠামোকে সুদৃঢ় করতে সার্বক্ষণিকভাবে নিয়োজিত ছিলেন। তাঁরই পদাঙ্ক অনুসরণ করে নিজেদেরকে ঐক্যবদ্ধ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে অর্থনৈতিক মুক্তির সংগ্রামের এগিয়ে যেতে হবে। বিজ্ঞপ্তি