মোস্তফা-হাকিম কলেজ ব্যবস্থাপনা বিভাগের শিক্ষা সফর

11

শিক্ষার্থীদের সুস্থ বিনোদন, প্রকৃতির সৌন্দর্য দর্শন ও জ্ঞান-ভাÐার সমৃদ্ধির উদ্দেশ্যে মোস্তফা হাকিম বিশ্ববিদ্যালয় কলেজের ব্যবস্থাপনা বিভাগের শিক্ষা সফর-২০২৩ পার্বত্য জেলা রাঙামাটিতে আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক অসীম চক্রবর্তী এবং সহযোগী অধ্যাপক মো. নূর নবী। অংশ নেন ব্যবস্থাপনা বিভাগের সাইফুল ইসলাম শান্ত, রাব্বি, আবির, আসিফ, মারুফ, মোক্তাদিরসহ বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা। বিভাগীয় প্রধান অসীম চক্রবর্তী বলেন, সমাজসেবা এবং বিভিন্ন সৃজনশীল কর্মকাÐের মাধ্যমে সমাজ তথা দেশ ও জাতির কল্যাণে নিজেদের আত্মনিয়োগ করে সুন্দর দেশ ও জাতি গঠনে সর্বদা সহায়ক ভূমিকা পালন করতে হবে। সহযোগী অধ্যাপক মো. নূর নবী বলেন, সৃজনশীলতার ক্ষেত্রে দেশ ভ্রমণ একটি অন্যতম মাধ্যম। সমাজ, দর্শন, সংস্কৃতির এক মিলনমেলা হয় ভ্রমণের মাধ্যমে। বিজ্ঞপ্তি